বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচের চতুর্থ দিনেও যথারীতি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন সিকিউরিটি কো-অর্ডিনেটর মো: ইকরাম চৌধুরী। প্রতিদিনের মতোই শুরু করেন কাজ। কিন্তু হঠাৎ অসুস্থবোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, ইকরামের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। দ্রুত তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে দুপুর ১২টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন তিনি। এদিকে ইকরাম চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা সমন্বয়কারী ইকরাম চৌধুরী ইকরামের মৃত্যুতে বোর্ড গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে। জানা যায়, ২০০৯ সালে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে যুক্ত ছিলেন ইকরাম। ২০১৪ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসার হিসেবে কাজ করেছেন। মো. ইকরাম চৌধুরীর মৃত্যুতে সিলেট ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।