নিউজিল্যান্ডের বিপক্ষে নারী ওয়ানডে বিশ্বকাপে ১০১ রানের ঝড়ো ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার তাজমিন ব্রিটস। ইন্দোরে ৮৯ বল খেলে ১৫ চার ও এক ছক্কায় সাজানো এই সেঞ্চুরি।

এই সেঞ্চুরিটি ছিল ব্রিটসের চলতি বছরে পঞ্চম। তিনি এক পঞ্জিকাবর্ষে পাঁচটি ওয়ানডে সেঞ্চুরি করা প্রথম নারী ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। এর আগে এই রেকর্ডটি ভারতের স্মৃতি মান্ধানার (চারটি সেঞ্চুরি) ছিল, তিনি ২০২৪ ও ২০২৫ সালে দুই দফায় এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ৩৪ বছর বয়সী ব্রিটসের এই ফর্ম নজর কাড়ার মতো। গত এপ্রিল মাসে কলম্বোর ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে ১০৯ রানের ইনিংস দিয়ে শুরু করেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে একের পর এক সেঞ্চুরি সংগ্রহ করেছেন। বিশেষ করে পাকিস্তান সফরে অপরাজিত ১৭১ রান তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স। বিশ্বকাপে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ রানে আউট হলেও পরের ম্যাচে ব্রিটসের অসাধারণ ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দক্ষিণ আফ্রিকা পেল প্রথম জয়।