টেস্ট ক্রিকেটে আরো একটি রেকর্ড গড়েছেন ঋষভ পান্ত। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে এই রেকর্ড গড়েন তিনি। ইংল্যান্ড সফরে দুর্দান্ত ফর্মে আছেন ঋষভ পান্ত। চলমান লর্ডস টেস্টের প্রথম ইনিংসেও ফিফটি করেছেন। এই বেশ কিছু কীর্তি গড়েছেন এই উইকেটকিপার ব্যাটার। লর্ডস টেস্টের তৃতীয় দিন শনিবার লাঞ্চের আগে বেন স্টোকসের সরাসরি থ্রোয়ে রান আউট হন পান্ত। ৮ চার ও ২ ছক্কায় গড়া তার ১১২ বলে ৭৪ রানের ইনিংস। এই দুটি ছক্কায় ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের তালিকায় দুই নম্বরে জায়গা করে নেন পান্ত।