বাবা মোহাম্মদ নবীর তারকাখ্যাতি দুনিয়াজুড়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেকেই দিলেন নবীর ছেলে হাসান ইসাখিল। অভিষেকে সেঞ্চুরি করেছেন হাসান। আফগানিস্তুানের আহমেদ শাহ আবদালি টুর্নামেন্টে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে হাসানের। মাইওয়ান্দ চ্যাম্পিয়নসের বিপক্ষে হিন্দুকুশ স্ট্রাইকার্সের হয়ে সেঞ্চুরি করেছেন ১৮ বছর বয়সী হাসান। ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য ২৪ রানেই থেমে গিয়েছিলেন হাসান, তাঁর দলও ১৯৭ রানের বেশি করতে পারেনি। প্রথম ইনিংসে ৩০ রানের লিড নিয়েছিল মাইওয়ান্দ। দ্বিতীয় ইনিংসে উসমান নুরীকে নিয়েই উদ্বোধনী জুটিতে ১৬৮ রান যোগ করেন হাসান। ১২৪ বলে তিন অঙ্কের ওই জাদুকরি সংখ্যাটা ছুঁয়ে ফেলেন। শেষ পর্যন্ত ১৩৮ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১০৫ রান করে জিয়া উর রেহমানের বলে এলবিডব্লু হন। হাসানের বাবা নবীর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি দুটি। ২০০৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের দুই ইনিংসে ৪৩ ও ১৮ রান করেছিলেন নবী। ঘরোয়া ক্রিকেটে নয়, নবী প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ম্যাচটি খেলেছিলেন এমসিসির হয়ে। ইংল্যান্ডের আরুনডেলে এমসিসির প্রতিপক্ষ ছিল সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দল। নবীর ছেলে হাসান অবশ্য এই সেঞ্চুরির আগেও কয়েকবার আলোচনায় এসেছিলেন। ২০২৩ সালে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৩২ বলে ফিফটি করেন হাসান। পরের বছর আফগানিস্তানের হয়ে যুব বিশ্বকাপ খেলেছেন। ওই বছরই টি-টোয়েন্টিতে ৪৫ বলে ১৫০ রানের ইনিংস খেলেও নজরে এসেছিলেন।
ক্রিকেট
প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই নবীর ছেলের সেঞ্চুরি
বাবা মোহাম্মদ নবীর তারকাখ্যাতি দুনিয়াজুড়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেকেই দিলেন নবীর ছেলে হাসান ইসাখিল। অভিষেকে সেঞ্চুরি করেছেন হাসান। আফগানিস্তুানের আহমেদ শাহ আবদালি টুর্নামেন্টে প্রথম শ্রেণির ক্রিকেটে