নাজমুল হোসেনের অপরাজিত সেঞ্চুরিতে গতকাল শুক্রবার উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। অবশ্য ম্যাচের প্রথম ইনিংসের পর মনে হচ্ছিল মঞ্চটা সিলেট টাইটানসের পারভেজ হোসেনের জন্যই সাজানো। টস হেরে ব্যাট করতে নামা সিলেটের রান দুইশ’র কাছাকাছি যাওয়ায় মূল অবদান ছিল তাঁর।
চার নম্বরে নেমে পারভেজ চার-ছক্কায় মাতিয়েছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রায় ১৮ হাজার দর্শকের গ্যালারি। ২৫ বলে ৩৬ রানের উদ্বোধনী জুটির ভিতের ওপর দাঁড়িয়ে পারভেজ ৩৩ বলে ৪ চার ও ৫ ছক্কায় করেন অপরাজিত ৬৫ রান। তবে শেষ পর্যন্ত তাঁর সাজিয়ে রাখা মঞ্চে নায়ক হয়ে উঠেছেন নাজমুলই।
১০১ রানে অপরাজিত থেকে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সকে ৮ উইকেটে জিতিয়ে।
নাজমুলের জন্য সেঞ্চুরিটা পাওয়াটা জরুরি ছিল। গতবারের বিপিএলে ফরচুন বরিশালের একাদশে সব মিলিয়ে সুযোগ পেয়েছিলেন মাত্র ৫ ম্যাচ। প্রায় পুরো টুর্নামেন্টজুড়েই শুনেছেন দুয়োধ্বনি।
গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নাজমুল মাঠে নামেন ১৯০ রান তাড়ায় রাজশাহী ৪৩ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর। শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন মুশফিকুর রহিমের সঙ্গে ৭১ বলে ১৩০ রানের অবিচ্ছেদ্য জুটিতে ২ বল আগেই দলকে জিতিয়ে। মাঝে ৬০ বলের ইনিংসে ১০ চার ও ৫ ছক্কায় তাঁর ব্যাট থেকে আসে ১০১ রান। ৫৮তম বলে পূর্ণ করা সেঞ্চুরিটি টি-টোয়েন্টিতে তাঁর তৃতীয়।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট টাইটানস: ২০ ওভারে ১৯০/৫ (পারভেজ ৬৫*, রনি ৪১, আফিফ ৩৩, সাইম ২৮; লামিচানে ২/২৮, বিনুরা ১/৩১)।
রাজশাহী ওয়ারিয়র্স: ১৯.৪ ওভারে ১৯২/২ (নাজমুল ১০১*, মুশফিক ৫১*; খালেদ ১/৩০)।
ফল: রাজশাহী ওয়ারিয়র্স ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন।