সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।বৃহস্পতিবার টস হেরে আগে ব্যাট করে ভারত ৮ উইকেটে সংগ্রহ করে ১৬৭ রান। অধিনায়ক শুবমান গিল করেন সর্বোচ্চ ৪৬ রান। এছাড়া অভিষেক শর্মা ২৮, শিবম দুবে ২২ এবং সূর্যকুমার যাদব ২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ১১৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের পক্ষে মিচেল মার্শ ২৪ বলে করেন ৩০ রান।অক্ষর প্যাটেলের দুটি গুরুত্বপূর্ণ উইকেট ম্যাচের গতি নির্ধারণ করে দেয়। আর ওয়াশিংটন সুন্দরের শেষ দিকে তিন উইকেট শিকারে নিশ্চিত হয় চূড়ান্ত পরিণতি। শুরুর দিকে দ্রুত সময়ের মধ্যে ম্যাথু শর্ট (২৫) ও জশ ইংলিশের (১২) উইকেট তুলে খেলার মোড় ঘুরিয়ে দিতে ভূমিকা রাখেন অক্ষর। তার পর শিবম দুবেও দুই উইকেট শিকার করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় ভারতের হাতে। ১২তম ওভারে ছক্কা খাওয়ার পরের বলেই টিম ডেভিডকে আউট করে অজিদের তৃতীয় উইকেট তুলে ম্যাচে ভারতের নিয়ন্ত্রণ আরও মজবুত করেন দুবে। তার আগের ওভারে সাজঘরে পাঠান অধিনায়ক মার্শকেও। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ৩ রানে নেন ৩ উইকেট। অক্ষর প্যাটেল ও শিবম দুবে পান ২টি করে উইকেট। আর বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরা তুলে নেন ১টি করে উইকেট।