ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আগামী মাসে আয়োজন করতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী বাংলাদেশ দলের ম্যাচগুলো হওয়ার কথা ভারতের মাঠে। তবে নিরাপত্তা উদ্বেগের কথা তুলে সে দেশে দল পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার ( ৪ জানুয়ারি) আইসিসিকে পাঠানো এক ই-মেইলে এ সিদ্ধান্ত জানায় বোর্ড।
ই-মেইলে বিসিবি উল্লেখ করেছে, বর্তমান পরিস্থিতিতে ভারতের ভেতর খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ। পাশাপাশি বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক অনুরোধও জানানো হয়েছে।
বোর্ডের পরিচালকদের রোববারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়—বিশ্বকাপের কোনো ম্যাচই ভারতীয় মাটিতে খেলবে না বাংলাদেশ।
এর আগে সাম্প্রতিক ঘটনার জেরে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই।
এ সিদ্ধান্তকে অনেকেই সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপে নেওয়া বলে অভিযোগ করেন। পরবর্তীতে মুস্তাফিজকে ছাড়তে বাধ্য হয় কলকাতা, আর এ নিয়ে দেশজুড়ে ক্রিকেটভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। একজন খেলোয়াড়কেই নিরাপত্তা দেওয়া না গেলে পুরো দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে—এমন প্রশ্ন ওঠে সর্বত্র।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, তিনি বিসিবিকে বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানাতে নির্দেশ দিয়েছেন। তাঁর মতে, চুক্তিবদ্ধ হয়েও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দলও সেখানে নিরাপদ বোধ করবে না। তাই বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানাতেই বলেন তিনি।