বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনও সম্প্রচারক না পাওয়ায় শেষ পর্যন্ত রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন তথা বিটিভি রোববার শুরু হতে যাওয়া প্রথম টেস্টটি দেখাতে রাজি হয়েছে। কোনও চ্যানেল সিরিজটি সম্প্রচারে আগ্রহ দেখায়নি বলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, একটু খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ম্যাচের টেস্ট সিরিজটির মিডিয়া স্বত্ব বিক্রির জন্য গত ১৯ মার্চ দরপত্র আহ্বান করে। ৭ এপ্রিল শেষ সময় থাকলেও কেউ তাতে আগ্রহ দেখায়নি। বিসিবি তার পর বিভিন্ন চ্যানেলের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও কোনও পক্ষই চুক্তি করতে রাজি হয়নি। শেষ পর্যন্ত উপায় না দেখে বিটিভিকে সম্প্রচারেরর অনুরোধ করলে তাতে তারা রাজি হয়। শনিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার পর সেখানে সংবাদ মাধ্যমকে এ বিষয়ে বলেছেন, ‘ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে একটা আর্থিক স্থবিরতা দেখা যাচ্ছে আমরা একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সরকার পরিবর্তনের পর কিছুটা সময় লাগছে।’

শেষ পর্যন্ত রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রথম টেস্টটি দেখাবে বলে তাদের ধন্যবাদ জানিয়েছেন বিসিবি প্রধান, ‘বিটিভি দেখাচ্ছে, অনেক ধন্যবাদ তাদের। বিটিভির স্লট পাওয়াটা সত্যিই কঠিন। এখানে উপস্থিত সম্মানিত সচিবকে বিশেষ ধন্যবাদ জানাই। আমরা বোর্ড থেকে তার সঙ্গে যোগাযোগ করেছি। সাধারণত বিটিভিতে স্লট কিনে নিতে হয়। আমরা কৃতজ্ঞ, বিটিভি এটি বিনামূল্যে সম্প্রচার করবে। অন্তত খেলা মানুষের কাছে পৌঁছাবে।’ ফারুক আরও জানান, তারা এখনও একটি বেসরকারি চ্যানেলে ম্যাচ সম্প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ‘আমরা এখনও আলোচনা করছি আরেকটি চ্যানেল যুক্ত করার জন্য। যদি এই ম্যাচটা না দেখানো যায়, অন্তত পরবর্তী ম্যাচটি দেখানোর চেষ্টা করবো।’ বিসিবি সভাপতি আরও জানান, আগামী আড়াই বছরের জন্য মিডিয়া স্বত্ব বিক্রির প্রস্তুতিও চলছে, ‘আমরা এর জন্য একটি টেন্ডার তৈরি করেছি। আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করবো।’