ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার মাঝপথেই যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দল পেলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। মাইনর লিগের দল আটালান্টা ফায়ারে যোগ দিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য প্লেয়ার্স ড্রাফট হয়েছে আগে। টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে ৩৮ বছর বয়সী সাকিবকে আন্তর্জাতিক ‘ওয়াইল্ড কার্ড’ প্লেয়ার হিসেবে নিয়েছে আটালান্টা। সবকিছু ঠিক থাকলে ক্যারিবিয়ান সুপার লিগের ব্যস্ততা শেষ করে আটালান্টার হয়ে খেলতে যাবেন সাকিব। সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে থাকা সাকিবের প্রথম ম্যাচ ভালো যায়নি। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৬ বলে ১১ রান করেন। বোলিংয়ে এক ওভারে দিয়েছেন ৬ রান। মাইনর লিগ ক্রিকেটের সাউদার্ন ডিভিশনের দল হিসেবে খেলে আটালান্টা। তাদের ডিভিশনে রয়েছে ওরলান্ডো গ্যালাক্সি, লডারডেল লায়ন্স, মরিসভিলে র্যাপ্টোর্স, বাল্টিমোর রয়্যালস ও আলাটাল্টা লাইটিং। ৩০ আগষ্ট ওরলান্ডো গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে আটালান্টা ফায়ার। টুর্নামেন্টের ফাইনাল হবে ৫ অক্টোবর। সাকিব ছাড়াও আটালান্টা ফায়ারের হয়ে খেলবেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলা স্টিভেন টেলর ও অ্যারন জোন্স। সাকিবকে নিশ্চিত করে আটালান্টা নিজেদের ফেসবুকে পোস্ট করেছে, ‘আমরা রোমাঞ্চ নিয়ে ঘোষণা করছি যে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে ২০২৫ মাইনর লিগ মৌসুমে আটালান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দিতে যাচ্ছেন।
ক্রিকেট
যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলবেন সাকিব
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার মাঝপথেই যুক্তরাষ্ট্রের মাইনর লিগে দল পেলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। মাইনর লিগের দল আটালান্টা ফায়ারে যোগ দিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।