১১ এপ্রিল কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সেরাদের হাতে তুলে দেয়া হবে ২০২৪ পুরস্কার। এবারও থাকছে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড। আর এ ক্যাটাগরিতেই অভিজ্ঞ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও উদীয়মান পেসার নাহিদ রানার সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আছেন সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। স্পোর্টস ফ্যানদের ভোটের মাধ্যমে বেছে নেয়া হবে এ ক্যাটাগরির সেরা তারকা। যার কার্যক্রমের প্রথম ধাপ শুরু হয়েছে চলবে ২৪ মার্চ পর্যন্ত।

পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ২০২৪ সালের সেরা ক্রীড়াবিদ বাছাই প্রক্রিয়ায় অংশ নিতে ভোট দেয়া যাবে বিএসপিএ ওয়েবসাইট িি.িনংঢ়ধ.পড়স.নফ এ ঠিকানায়। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ক্রীড়াবিদ জিতবেন বিএসপিএ পপুলার চয়েজ অ্যাওয়ার্ড; যা ঘোষণা ও তুলে দেয়া হবে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।

ভোটদাতাদের মধ্য থেকে প্রতিদিন লটারির মাধ্যমে বিজয়ীদের দেয়া হবে বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানার অটোগ্রাফযুক্ত বল, কুলের গিফট হ্যাম্পার ও কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ। বিএসপিএ অ্যাওয়ার্ড অনুষ্ঠান পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। তাদের ব্র্যান্ড কুল-এর সৌজন্যে বিএসপিএ অ্যাওয়ার্ড নামকরণ হয়েছে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড।