চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। যদিও বাংলাদেশ দলের হয়ে সাদা বলের ক্রিকেটে ডানহাতি এ পেসার ২৮ ম্যাচ খেলে ফেলেছেন। ২২ বছর বয়সী এই পেসার ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত মুখ হয়ে উঠলেও সাদা পোশাকে এবারই সুযোগ পেলেন। মূলত ইনজুরির কারণে তাসকিন আহমেদকে বিশ্রাম পাঠানোর কারণে কপালে খুলেছে জুনিয়র সাকিবের। তবে চোটের কারণে দলে নেই পেসার তাসকিন আহমেদ। পাকিস্তান সুপার লিগে পুরো আসর খেলার ছাড়পত্র পাওয়ায় লিটন দাস পাকিস্তান চলে গেছেন। অনুমিতভাবেই তাকে বাদ রেখে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকের আলি অনিকের পাশাপাশি আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করা অভিজ্ঞ মুশফিকুর রহিম ফিরেছেন স্কোয়াডে। চোট থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজেই নেই তাসকিন আহমেদ।
তাসকিনের না থাকার বিষয়ে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাসকিন বর্তমানে তার বাম অ্যাকিলিস টেন্ডনের সমস্যার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং এই সিরিজের জন্য তিনি এভেইলেবল নন।’ তাসকিন না থাকায় তানজিমের পাশাপাশি ফিরেছেন পেসার সৈয়দ খালেদ আহমেদও। দলে থাকা বাকি দুই পেসার হচ্ছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। চার পেসারের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার কেবল দুজন- মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম। এর আগের টেস্ট স্কোয়াডে থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে রাখা হয়নি এবার। ২০২৪ সালে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে গেলেও লম্বা সময় পর বাংলাদেশে টেস্ট খেলতে আসছে জিম্বাবুয়ে। সবশেষ ২০২০ সালে বাংলাদেশে টেস্ট খেলেছিল তারা। যদিও সেবার ইনিংস ও ১০৬ রানে হেরেছিল সফরকারীরা। ২০ এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ-সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এই দুই দল সবশেষ টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।
বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী আনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।