টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত এক রেকর্ড গড়েছে বুলগেরিয়া। সবচেয়ে দ্রুততম সময়ে ২০০ বা এর বেশি লক্ষ্যতাড়া করার রেকর্ড গড়েছে দেশটি। জিব্রাল্টারের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তারা মাত্র ১৪ ওভার ২ বলেই পেরিয়েছে। এক্ষেত্রে বুলগেরিয়ার রানরেট ছিল ১৭.০২।ক্রিকেটের বাইবেল হিসেবে প্রখ্যাত সাময়িকী ‘উইজডেন’ এটিকে ২০০ বা এর বেশি রানের লক্ষ্য তাড়ায় সবচেয়ে দ্রুততম বলে উল্লেখ করেছে। এর আগে টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০ রান তাড়ার রেকর্ড গড়েছিল সার্বিয়া। স্লোভেনিয়ার দেয়া লক্ষ্য তারা পেরোয় ১৪ ওভার ১ বলে। তবে টি-টোয়েন্টিতে ন্যূনতম ১৫০ রান তাড়ায় বুলগেরিয়ার ওপরে আছে আরেকটি ইনিংস। ২০২৪ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লখনউ সুপার জায়ান্টস আগে ব্যাট করে তোলে ১৬৫ রান। লক্ষ্য তাড়ায় তাদের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ফলে মাত্র ৯.৪ ওভারেই ১২.২৭ রানরেটে দলটি জয় তুলে নেয়। টি-টোয়েন্টিতে এটি সর্বোচ্চ রানরেট নিয়ে (ন্যূনতম ১৫০ বা এর বেশি) লক্ষ্য তাড়া করার রেকর্ড বলে উল্লেখ করেছে ইএসপিএন ক্রিকইনফো।