ক্রিকেট
টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে দিবারাত্রির ম্যাচ আয়োজন
টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকীতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০২৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সাদা পোশাকের সেই বিশেষ ম্যাচটি হবে দিবারাত্রির। গোলাপি বলে হবে খেলা।
Printed Edition
টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকীতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০২৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সাদা পোশাকের সেই বিশেষ ম্যাচটি হবে দিবারাত্রির। গোলাপি বলে হবে খেলা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। টাইমলেস টেস্টের সেই সময় অস্ট্রেলিয়া ৪৫ রানে জিতেছিল প্রথম ম্যাচ। টেস্টের একশ বছর পূর্তিতেও বিশেষ টেস্টের আয়োজন হয়েছিল ১৯৭৭ সালে। মেলবোর্নের সেই টেস্টেও অস্ট্রেলিয়া কাকতালীয়ভাবে জেতে ৪৫ রানে। ঐতিহাসিক সেই ভেন্যুতে ২০২৭ সালের মার্চেই হবে মাইলফলকের এই টেস্ট। মূলত মাঠে দর্শক টানতেই দিবারাত্রির টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিএর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, ‘এমসিজিতে ১৫০তম বার্ষিকীর টেস্টটা ক্রিকেটের অন্যতম বড় ইভেন্ট হতে যাচ্ছে। আর ফ্লাডলাইটের নিচে খেলাটা হবে আমাদের খেলাটার সমৃদ্ধ ঐতিহ্য ও টেস্ট ক্রিকেটের আধুনিক রূপের উদযাপন।