আগামী ২৬ মার্চ শুরু হবে আইপিএল। যা চলবে ৩১ মে পর্যন্ত। আবুধাবিতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আইপিএল কর্তৃপক্ষের বৈঠক শেষে এই তথ্য জানা গেছে। তবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। আইপিএলের ১৯তম আসরের দিনক্ষণ প্রকাশ করেন লিগের প্রধান নির্বাহী হেমাং আমিন। গতকাল নিলামের আগে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। প্রচলিত নিয়ম অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন দলের শহরেই উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হয়। তবে চিন্নাস্বামী স্টেডিয়ামের প্রাপ্যতা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) রাজ্য সরকারের কাছ থেকে শর্তসাপেক্ষ অনুমতি পেলেও, নির্ধারিত নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত শর্ত পূরণ করাই এর মূল চ্যালেঞ্জ। চিন্নাস্বামীতে আইপিএল শুরুর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা আশা করছি।’ তিনি আরও যোগ করে বলেন, ‘রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী (ডি কে শিবকুমার) নিজেও তা বলেছেন।’