DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

রবিন-মিজানের জোড়া সেঞ্চুরি

শাইনপুকুরকে হারিয়ে ব্রাদার্সের প্রথম জয়

প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই দারুণ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে গোপীবাগের ঐতিহ্যবাহী দলটি। গতকাল বিকেএসপি ৪ নম্বর মাঠে ওপেনার মাহফুজুল ইসলাম রবিন ও অভিজ্ঞ মিজানুর রহমান ব্রাদার্সের এ কৃতিত্বপূর্ণ জয়ের রূপকার। তাদের জোড়া সেঞ্চুুরিতেই শাইনপুকুরের দেওয়া

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
brotherS

প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই দারুণ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে গোপীবাগের ঐতিহ্যবাহী দলটি। গতকাল বিকেএসপি ৪ নম্বর মাঠে ওপেনার মাহফুজুল ইসলাম রবিন ও অভিজ্ঞ মিজানুর রহমান ব্রাদার্সের এ কৃতিত্বপূর্ণ জয়ের রূপকার। তাদের জোড়া সেঞ্চুুরিতেই শাইনপুকুরের দেওয়া ২৮৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য অতিক্রম করেছে ব্রাদার্স। অভিজ্ঞ ওপেনার সাথী ইমতিয়া হোসেন তান্না ০ রানে আউট হওয়ার পর শুরুতেই চাপে পড়ে ব্রাদার্স। সেই শুরুর ধাক্কা সামলে দেন অপর ওপেনার রবিন ও তিনে নামা মিজানুর রহমান। ২৫১ রানের বিরাট জুটি গড়ে দেন তারা। এতেই জয়ের ভীত গড়ে ওঠে ব্রাদার্সের। রবিনের ব্যাট থেকে আসে ১২৭ বলে ১১৪ রান (৪ ছক্কা ও ৫ বাউন্ডারি) ও অভিজ্ঞ মিজান উপহার দেন ১৩৬ রানের (১২৯ বলে ৫ ছক্কা ও ১০ বাউন্ডারি হাঁকিয়ে রিটায়ার্ড হার্ট হন) ম্যাচ জেতানো ইনিংস। এই দুই ইনিংসের ওপর ভর করে ৮ বল আগেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স। এর আগে দুই ওপেনার রহমতউল্লাহ আলী (১৭) ও মঈনুল ইসলাম তন্ময় (২০) কম রানে ফিরলেও রহিম আহমেদ ও রায়ান রাফসান রহমান শাইনপুকুরকে টেনে তোলেন। রহিম আহমেদ ৯৬ বলে সমান ৫টি ক্কা ও বাউন্ডারি হাঁকিয়ে ৯৫ রানের ইনিংস উপহার দেন। রাফসান করেন ৪৭ রান (৬৪ বলে)। রাফসান ও রহিমের হাত ধরেই ৯ উইকেটে ২৮৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে তোলে শাইনপুকুর। যদিও শেষ পর্যন্ত ওই রান অনিরাপদ বলেই প্রমাণিত হয়।

সংক্ষিপ্ত স্কোর:

শাইনপুকুর: ৫০ ওভারে ২৮৮/৯ (রহমত ১৭, তন্ময় ২০, অনিক সরকার ৪০, রহিম আহমেদ ৯৫, রায়ান রাফসান রহমান ৪৭, জুবায়ের ১২, গোলাম কিবরিয়া ২১, আলী ওয়ালিদ ১৩; আল আমিন ৫/৫০, অলক কাপালী ২/৪৮, ইয়াসিন আরাফাত মিশু ১/৭৪, রাকিবুল আতিক ১/৪২)

ব্রাদার্স ইউনিয়ন: ৪৮.৫ ওভারে ২৯২/৩ (মাহফুজুল ইসলাম রবিন ১১৪, মিজানুর রহমান ১৩৬, অলক কাপালী ৯*; রহিম ২/৪৩)