এবার রোহিত শর্মাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেটের সাবেক অলরাউন্ডার ও ধারাভাষ্যকার ইরফান পাঠান। তিনি জানিয়েছেন, সিডনি টেস্টের পর রোহিত শর্মা নিজেকে দলের বাইরে সরিয়ে রেখেছিলেন তখন তার সাক্ষাৎকার নিতে গিয়ে তার সম্পর্কে ইতিবাচক কথা বলতে বাধ্য হয়েছিলেন। অস্ট্রেলিয়া সফরে রোহিতের খারাপ ফর্মের কারণে তিনি সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন যা নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে বিস্তর আলোচনা হয়। কিছুদিন পর রোহিত স্পষ্টভাবে জানান তিনি নিজেই ওই টেস্ট খেলতে চাননি। তার এই সিদ্ধান্ত নিয়ে কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগারকারের সঙ্গে কিছু মতবিরোধও সৃষ্টি হয়েছিল। এ বিষয়ে কথা বলতে গিয়ে ইরফান পাঠান বলেন,‘সাদা বলের ক্রিকেটে রোহিত অনবদ্য কিন্তু গতবছর টেস্ট ক্রিকেটে তার গড় ছিল মাত্র ৬। আমার মতে, রোহিত যদি অধিনায়ক না হতো তাহলে দলে তার জায়গা পাওয়া সম্ভব ছিল না, এটাই সত্যি।’
ক্রিকেট
অধিনায়ক না হলে দলে রহিতের জায়গা পাওয়া সম্ভব ছিল না -ইরফান
এবার রোহিত শর্মাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেটের সাবেক অলরাউন্ডার ও ধারাভাষ্যকার ইরফান পাঠান। তিনি জানিয়েছেন, সিডনি টেস্টের পর রোহিত শর্মা নিজেকে দলের বাইরে সরিয়ে রেখেছিলেন তখন