শেষ ওয়ানডে ম্যাচেও বাংলাদেশকে বড় টার্গেট দিচ্ছে আফগানিস্তান। আগে ব্যাট করতে নেমে ইব্রাহিম জাদরানের ৯৫ রানের ওপর ভর করে ৪০ ওভারের আগেই দলটি তুলে নেয় দুশত রান। টানা দুই ম্যাচ হারে ওয়ানডে সিরিজ খোয়ানোর পর হোয়াইটওয়াশ এড়ানোর জন্য শেষ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। তবে আগে ব্যাট করতে নামা আফগানিস্তানের লাগাম টেনে রাখকে পারেনি টাইগাররা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। আর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বড় স্কোরের দিকে ছুটে দলটি। ব্যাট করতে নেমে প্রথম উইকেট হারানোর আগেই আআেফগানিস্তান পৌছে যায় ৯৯ রানে। দলীয় ৯৯ রানে ওপেনার রহমানউল্লাহ গুলবাজকে ফিরান তানভির আহমেদ। আউট হওয়ার আগে গুলবাজ করেন ৪২ রান। দলীয় ১৭৩ রানে আাফগানিস্তান হারায় দ্বিতীয় উইকেট। সাইফ হাসানের বলে সেদিকুল্লাহ অটাল আউট হওয়ার আগে করেন ২৯ রান। দলীয় ১৭৭ রানে আবার সফল আক্রমন সাইফের। এবার তিনি মাত্র ২ রানে ফিরান হাশমতউল্লাহ শহীদিকে। প্রথম থেকেই দলকে এগিয়ে নিচ্ছিলেন ওপেনার ইব্রাহিম জাদরান। নিজেও ছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। তবে রান আউটের ফাদে পড়ে দলীয় ১৮৬ রানে আউট হন জাদরান। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত জাদরান করেন ৯৫ রান। দলীয় ১৮৮ রানে আফগানরা হারায় পঞ্চম উইকেট। সাইফ হাসান একাই নেন তিন উইকেট। শেষ খরব পাওয়া পর্যন্ত আফগানিস্তান ৪০ ওভারে ৫ উইকেটে ২০৪ রান নিয়ে ব্যাট করছিলো। এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে চারটি পরিবর্তন। একাদশে ফিরেছেন দুই ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ ও শামীম হোসেন এবং দুই ফাস্ট বোলার হাসান মাহমুদ ও নাহিদ রানা। বিশ্রামে রাখা হয়েছে তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে। অন্যদিকে আফগানিস্তান তাদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক রহমত শাহকে ছাড়াই খেলতে নামছে। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন তিনি। রহমত এক মাসেরও বেশি সময়ের জন্য ছিটকে গেছেন। তার পরিবর্তে ইকরাম আলিখিল এবং বশির আহমদের পরিবর্তে বিলাল সামিকে একাদশে রাখা হয়েছে। টস শেষে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘গত ম্যাচে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, যা নিয়ে আমরা হতাশ ছিলাম। একটি ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দায়িত্ব নিতে হবে এবং সবাই এ বিষয়ে একমত হয়েছে। আমি আশা করি, আমরা এই ম্যাচে শক্তভাগ ঘুরে দাঁড়াতে পারব। এই উইকেটে ২০০ রানের কাছাকাছি যেকোনো লক্ষ্য তাড়া করা সম্ভব। রাতে বলটা একটু স্কিড করে, তাই টপ অর্ডারে আমাদের ভালো জুটি গড়া খুব জরুরি। আজ আমাদের দলে চারটি পরিবর্তন রয়েছে। ’
ক্রিকেট
বড় সংগ্রহের পথে আফগানিস্তান
শেষ ওয়ানডে ম্যাচেও বাংলাদেশকে বড় টার্গেট দিচ্ছে আফগানিস্তান। আগে ব্যাট করতে নেমে ইব্রাহিম জাদরানের ৯৫ রানের ওপর ভর করে ৪০ ওভারের আগেই দলটি তুলে নেয় দুশত রান। টানা দুই ম্যাচ হারে ওয়ানডে সিরিজ