বাংলাদেশ দলে স্পিন বোলিংয়ে বেশ ভালোভাবেই নেতৃত্ব দিচ্ছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সে ধারাবাহিকতায় এবার ইতিহাস গড়ার একেবারে দ্বারপ্রান্তে আছেন তিনি। ইতোমধ্যেই তাইজুল ছুঁয়েছেন সাকিবের রেকর্ডকে। গত বছর সেপ্টেম্বরে কানপুরে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেন সাকিব আল হাসান। এরপর থেকেই সাদা পোশাকে বাংলাদেশের মূল স্পিনার বনে গেছেন তাইজুল ইসলাম। গতকাল মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। এদিন বল হাতে সফল ছিলেন স্পিনার তাইজুল ইসলাম। ৩৫.৩ ওভারে ৭৬ রানের বিনিময়ে পেয়েছেন ৪ উইকেট। এর মাধ্যমে বাংলাদেশের শীর্ষ টেস্ট বোলারের আসনে সাকিবের পাশে বসেছেন তাইজুল। এই সংস্করণে ৫৭ ম্যাচে তাইজুলের শিকার ২৪৬ উইকেট। সমান উইকেট নিয়ে এতদিন এককভাবে শীর্ষে ছিলেন সাকিব। আর মাত্র এক উইকেট পেলেই টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে ইতিহাস গড়বেন তাইজুল। তাইজুলের জন্য সাকিবকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। তাইজুলের ১১ বছরের ক্যারিয়ারে ৩১.৪ গড় ও ৩.০৫ ইকোনমি। এক ইনিংসে কমপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন ১৭ বার, ১০ উইকেট দুইবার। ক্যারিয়ার সেরা বোলিং ৩৯ রানে ৮ উইকেট। ৫৬ টেস্টে ২০৯ উইকেট নিয়ে এই তালিকায় তিন নম্বরে মেহেদী হাসান মিরাজ। ৩৩ টেস্টে ১০০ উইকেট শিকারি মোহাম্মদ রফিক চার নম্বরে। ৩৬ টেস্টে ৭৮ উইকেট নিয়ে সেরা পাঁচে এখনও মাশরাফি বিন মর্তুজা।