আগামী ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির। উদ্বোধনী ম্যাচটা করাচিতে হলেও পরের ম্যাচটা দুবাইয়ে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারত লড়াইয়ে মাঠে নামবে।

মূল লড়াইয়ে নামার আগে আজ সোমবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি ওয়ার্মআপ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। এর আগে ১৩ ফেব্রুয়ারি দেশ ছেড়ে দুবাই পৌঁছা বাংলাদেশ বেশ কয়েকটি অনুশীলন সেশন কাটানোর সুযোগ পেয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে খুব বেশি ওয়ানডে খেলার সুযোগ পায়নি তারা। সবমিলিয়ে তাই পুরো ফোকাস আজ সোমবারের প্রস্তুতি ম্যাচটির দিকে। নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের প্রথম অনুশীলন সেশন খুব ভালো হয়েছে।

প্রথমে জিম করলাম, পরে নেট সেশন ভালো কেটেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগই করেছি। খুব ভালো অনুভূতি হচ্ছে।’