বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। ক্যাটাগরি-৩ তে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালকে হারিয়ে পরিচালক হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এই ক্যাটাগরিতে ৪৫ জন কাউন্সিলরের মধ্যে ভোট দেন ৪৩ জন। ৫ জন ই-ভোট এবং ৩৭ জন সশরীরে ভোট দিয়েছেন। যেখানে খালেদ মাসুদ পেয়েছেন ৩৫ ভোট। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা দেবব্রত পাল ৭ ভোট পেয়েছেন। বাকি একটি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে। বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১-এ সাতটি বিভাগীয় ক্রিকেট সংস্থা থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ঢাকা মহানগরের ক্লাবগুলোর প্রতিনিধিদের মধ্যে থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩-এ সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও কয়েকটি সংস্থার প্রতিনিধিদের মধ্য থেকে ১ জন পরিচালক নির্বাচিত হন। ক্যাটাগরি ৩-এর সাবেক ক্রিকেটার হিসেবে কাউন্সিলর মনোনীত হয়েছিলেন পাইলট। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছিলেন দেবব্রত পাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মো. আলমগীর আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এই ক্যাটাগরিতে সাবেক ক্রিকেটাররা ছাড়াও বিভিন্ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভোট দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পাঁচজন কাউন্সিলর এই ক্যাটাগরিতে ভোট দিয়েছেন। তাদের ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত নির্বাচনের পর ফল ঘোষণা হলে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন ‘সি’ ক্যাটাগরিতে পরাজিত প্রার্থী দেবব্রত পাল। তিনি নির্বাচনকে প্রহসনের বলেননি, তবে বলেছেন- এটা ছিল প্রভাবিত নির্বাচন। নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দেবব্রত বলেন, ‘এই নির্বাচনকে আমি প্রহসনের বলবো না। তবে প্রভাবিত নির্বাচন বলবো। কারণ, বিসিবি এমপ্লয়ী ও এনএসসির প্রভাবে ভোটাররা আমাকে ভোট দেননি। দিয়েছেন সাবেক একজন অধিনায়ককে। অর্থাৎ নির্বাচনে স্পষ্ট প্রভাব বিস্তার করা হয়েছে।’ বিসিবি নির্বাচনে কিছু একটা হচ্ছে, সেটা দেখার জন্যই নির্বাচন করেছেন বলে দাবি করেন দেবব্রত। তিনি বলেন, ‘জানতাম যে কিছু একটা হচ্ছে। কী হচ্ছে, সেটা দেখার জন্যই আমি নির্বাচন করেছি।’
ক্রিকেট
ক্যাটাগরি-৩ তে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন পাইলট
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। ক্যাটাগরি-৩ তে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালকে হারিয়ে পরিচালক হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এই ক্যাটাগরিতে ৪৫ জন কাউন্সিলরের মধ্যে ভোট দেন ৪৩ জন।
Printed Edition
