নিরাপত্তাজনিত কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এমন সিদ্ধান্ত আইসিসিকে ই-মেইলে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। উত্থাপিত উদ্বেগের আনুষ্ঠানিক জবাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে মেইলের জবাব পাওয়ার কথা জানিয়েছে বিসিবি। সংস্থাটি বলেছে, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির পাঠানো মেইলের জবাব দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থটি জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবিছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ এবং বিসিবির উদ্বেগের বিষয়গুলো সমাধানে তারা ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। বিসিবিকে পাঠানো বার্তায় আইসিসি আশ্বস্ত করেছে যে, বিশ্বকাপের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের প্রস্তাব ও মতামতগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। আইসিসি এবং আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই এই যোগাযোগের মূল লক্ষ্য। সম্প্রতি ক্রিকেটভিত্তিক একটি আন্তর্জাতিক নিউজ পোর্টালে দাবি করা হয়েছিল যে, ভারত সফর নিয়ে বিসিবিকে আল্টিমেটাম দিয়েছে আইসিসি। তবে এই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে বিসিবি। বোর্ড স্পষ্ট জানিয়েছে, আইসিসির সঙ্গে হওয়া যোগাযোগের প্রকৃত বিষয়বস্ত বা ভাষার সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই। বরং দুই পক্ষের মধ্যে অত্যন্ত পেশাদার ও সহযোগিতামূলক পরিবেশে আলোচনা চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুনরায় উল্লেখ করেছে যে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের নিরাপত্তা, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণই তাদের সর্বো”চ অগ্রাধিকার। এই লক্ষ্য পূরণে আইসিসি ও সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বিসিবি। বোর্ড আশা প্রকাশ করেছে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব হবে, যা আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের দলের অংশগ্রহণকে নির্বিঘœ ও সফল করে তুলবে। উল্লেখ্য আইসিসির প্রকাশিত ফিকচার অনুযায়ি ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে গড়ানোর কথা। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে আসর শুরু করবে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ এবং ১৪ ফেব্রুয়ারি খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ১৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেপালের।