ভারত ও শ্রীলংকার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেয়েছেন দুই ব্যাটার রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস। ইনজুরির কারণে ছিটকে যাওয়া টনি ডি জর্জি ও ডনোভান ফেরেইরার বদলি হিসেবে বিশ্বকাপ দলে সুযোগ পেলেন রিকেলটন ও স্টাবস। গত ডিসেম্বরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন টনি ডি জর্জি। এখনও ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে খেলা চলাকালীন ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান ফেরেইরা। ফলে চলতি মাসের শুরুতে ঘোষিত দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল থেকে ছিটকে যান তারা। এসএ টোয়েন্টিতে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন রিকেলটন। এমআই কেপ টাউনের হয়ে ১০ ম্যাচে ২ সেঞ্চুরিতে ১৫৬ স্ট্রাইক রেটে ৩৩৭ রান করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ইতোমধ্যে ১৮ টি-টোয়েন্টিতে ২টি হাফ-সেঞ্চুরিতে ৩৮১ রান করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৫টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে স্টাবসের।