ক্রিকেট
অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারত
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে ভারত। গতকাল ভারত প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৪ উইকেটে। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৩ বল বাকি থাকতে অলআউট হয় ২৬৪ রানে।
Printed Edition
মো: রফিকুল ইসলাম : চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে ভারত। গতকাল ভারত প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ৪ উইকেটে। আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৩ বল বাকি থাকতে অলআউট হয় ২৬৪ রানে। জয়ের জন্য ভারতের সামনে টার্গেট ছিল ২৬৫ রান। ব্যাট করতে নেমে ভারত ৪৮.১ ওভারে ৬ উইকেটে ২৬৭ রান করে ম্যাচ জিতে ৪ উইকেটে। আর অস্ট্রেলিয়াকে বিদায় করে ভারত ফাইনাল নিশ্চিত করে । গতকাল ভারত-অস্ট্রেলিয়ার মধ্যেকার প্রথম সেমিফাইনাল ম্যাচটি ছিল দুর্দান্ত এক সেমিফাইনাল। ম্যাচে শেষ পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। তবে সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছে ভারতই। রুদ্ধশ্বাস এক লড়াইয়ে অস্ট্রেলিয়াকে বিদায় করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নাম লিখিয়েছে রোহিত শর্মার দল। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ভারত। একই ফরম্যাটের ভিন্ন আসরে ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিলো ভারত।
জয়ের জন্য ভারতের সামনে ২৬৫ রানের টার্গেটটা খুব কঠিন ছিলনা। ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানে ভারত হারায় প্রথম উইকেট। পঞ্চম ওভারে ডোয়ার্শিস এর বলে বোল্ড হয়ে যান ওপেনার শুভমান গিল। ১১ বলে ১ চারে ৮ রান করে ফিরেন তনি। অষ্টম ওভারে গিয়ে আরও একটি উইকেট হারায় ভারত। এবার আউট হন অধিনায়ক রোহিত। কুপার কনোলির করা অষ্টম ওভারের পঞ্চম বলে সুইপ শট খেলতে গিয়ে মিস করেন রোহিত। আবেদনের সাথে সাথে আম্পায়ার আঙ্গুল তুলে জানিয়ে দেন রোহিত আউট। রিভিউ নিয়েও রক্ষা হয়নি তার। ২৯ বল খেলে ৩টি চার ও ১ ছক্কায় ২৮ রান করে যান তিনি। দলীয় ৪৩ রানের মাথায় ভারত দ্বিতীয় উইকেট হারালেও তৃতীয় উইকেটে জুটি বেধে দলতে এগিয়ে নেন বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ার। তাদের জুটিতে ভর করে শতরান পার করে ভারত। এই জুটি ভাংগার আগেই ভারত পৌছে যায় ১৩৪ রানে। তৃতীয় উইকেট জুটিতে তারা দুজন ভোগাচ্ছিলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ১১১ বলে ৯১ রান তুলে দলকে রেখেছিলেন এগিয়ে। কিন্তু ১৩৪ রানের মাথায় অ্যাডাম জাম্পা এই জুটি ভেঙে স্বস্তি ফেরান অজি শিবিরে। তার করা ২৭তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে যান আয়ার। ৬২ বলে ৩টি চারে ৪৫ রান করে যান তিনি। আয়ার আউট হলেও বিরাট কোহলির ক্যারিয়ারের ৭৪তম ফিফটিতে ভর করে দেড়শ পেরোয় ভারত। দলীয় ১৭৮ রানের মাথায় এসে চতুর্থ উইকেট হারায় দলটি। নাথান এলিসের করা ৩৫তম ওভারের শেষ বলে বোল্ড হয়ে যান অক্ষর প্যাটেল। ৩০ বলে ১ চার ও ১ ছক্কায় ২৭ রান করেন অক্ষর। আর কোহলির সঙ্গে চতুর্থ উইকেটে দলীয় সংগ্রহে ৫২ বলে ৪৪ রান যোগ করেন। প্যাটেলের বিদায়ে কোহলির সাথে জুটি করেন লোকেশ রাহুল। তবে দলীয় ১২৫ রানে ভারত হারায় বিরাট কোহলির উইকেট। জাম্পার বলে আউট হওয়ার আগে ৯৮ বলে কোহলি করেন সর্বোচ্চ ৮৪ রান। যার মধ্যে ছিল ৫টি চারের মার। কোহলির বিদায়ে লোকেশ রাহুলের সাথে জুটি করেন হার্ডিক পান্ডিয়া। এই জুইি দলকে নিয়ে যায় ২৫৯ রানে। ২৮ রান করা হার্ডিক পান্ডিয়ার বিদায়ে ভাঙ্গে এই জুটি। পান্ডিয়া আউট হলেও ৪২ রানে অপরাজিত থেকে দলকে জয়ী করে মাঠ ছাড়েন লোকেশ রাহুল। অস্ট্রেলিয়ার পক্ষে এডাম জাম্পা আর লোকেশ রাহুল নেন ২টি করে উইকেট।
এরআগে, প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারের তিন বল আগেই সবগুলো উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া করে ২৬৪ রান। স্টিভেন স্মিথ ও অ্যালেক্স কেয়ারি ফিফটি আর সেই সঙ্গে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনের ইনিংসে ২৬৪ রানের সংগ্রহ গড়তে পারে অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে কুপার কনোলিকে শূন্য রানে হারিয়ে শুরু হয় অস্ট্রেলিয়ার ইনিংস। এই ধাক্কা সামলে তিনে নামা স্মিথ জুটি গড়েন ট্রাভিস হেডের সঙ্গে। ধীরগতিতে খেলে তারা জুটির অর্ধশতক পূর্ণ করেন। নবম ওভারে হেডকে ফিরিয়ে জুটিটি ভাঙেন বরুণ চক্রবর্তী। ৩৩ বলে ৩৯ রান করে বিদায় নেন অজি ওপেনার। চারে নেমে লাবুশেন সঙ্গ দেন স্মিথকে। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ৩৬ বলে ২৯ রান করে শিকার হন মোহাম্মদ শামির। এর মধ্যে ৬৮ বলে পঞ্চাশ স্পর্শ করেন স্মিথ। পাঁচে নেমে জস ইংলিশ ১১ রান করে উইকেট হারান। তবে লড়তে থাকেন স্মিথ। যদিও সেঞ্চুরি অব্দি নিয়ে যেতে পারেননি নিজের ইনিংস। শামির বলে বোল্ড হয়ে ৯৬ বলে ৭৩ রান করে ফেরেন অজি অধিনায়ক। স্মিথের বিদায়ের পর লড়েন কেয়ারি। তবে বাকিরা ব্যর্থ হচ্ছিলেন ব্যাট হাতে। গ্লেন ম্যাক্সওয়েল ৭ ও বেন ডারউইশ বিদায় নেন ১৯ রানে। শেষদিকে গিয়ে রানআউট হয়ে ফেরেন কেয়ারি। যাওয়ার আগে খেলে যান ৫৭ বলে ৬১ রানের ইনিংস। ফলে বড় সংগ্রহের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলো অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির দায়িত্বশীল ব্যাটিংয়ে ভালো অবস্থানে গেলেও, শেষ পর্যন্ত ৫০ ওভার খেলতে পারেনি দলটি। ৪৯.৩ ওভারে অলআউট হয় তারা। ভারতের পক্ষে ১০ ওভারে ৪৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন শামি। দুটি করে উইকেট নেন বরুণ ও রবীন্দ্র জাদেজা। একটি করে পান হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া---২৬৪/১০ (৪৯.৩ ওভার)
ভারত---২৬৭/৬ (৪৮.১ ওভার)
ভারত ৪ উইকেটে জয়ী।