হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি। এরপর নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতের কিছু গণমাধ্যমে এমন খবরও এসেছে, হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে খাপ খাওয়াতে না পেরেই সম্ভবত সাদা পোশাক তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। কেউবা বলছেন, বোর্ড থেকে চাপ প্রয়োগ করা হয়েছে। তবে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এসব কিছু নয়। বিরাট কোহলি পরিবারকে সময় দিতে চেয়েছিলেন, সেই কারণেই এমন কঠিন সিদ্ধান্ত তিনি নিয়েছেন। রোহিত শর্মার টেস্ট অবসরের পাঁচদিন যেতে না যেতেই কোহলিও টেস্ট থেকে অবসর নিয়েছেন।

ফলে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বেশ চাপে রয়েছে। কিন্তু কোহলি কি স্বেচ্ছায় অবসর নিয়েছেন? এই সিদ্ধান্তের পেছনে কি অন্য কিছুর ভূমিকা ছিল না? বর্ডার গাভাস্বকার ট্রফিতে বারবার অফ স্টাম্পের বাইরের বলে আউট হওয়ার পর রঞ্জিতে কোহলি নেমেছিলেন দিল্লির জার্সিতে। ফলে মনে করা হয়েছিল, ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলার ইচ্ছা রয়েছে তার।

এরই মধ্যে অবসরের সিদ্ধান্ত কেন? বর্ডার-গাভাস্কার ট্রফিতে হারের পর ক্রিকেটারদের জন্য ১০ দফা ফরমান জারি করেছিল বোর্ড, যেখানে ছিল পরিবারের থেকে বিদেশ সফরের সময়ে দূরে থাকার কথাও। দেড় মাসের সিরিজের ক্ষেত্রে ক্রিকেটারদের পরিবার মাত্র ১৪ দিনের জন্য খেলোয়াড়ের সঙ্গে থাকতে পারবে। বিরাট এবং রোহিত, দুজনেরই ছেলে একদম ছোট। অনেকে মনে করছেন, এ কারণেই তারা টেস্ট ছেড়েছেন।