এশিয়া কাপে শিরোপা জিতেছে ভারত। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় এসেছে ফাইনালে ট্রফি না নেওয়া। ভারতের দল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। এই আচরণ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ সামাজিক মাধ্যমে লিখেছেন, “এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে বহিষ্কার করা হোক। এটি ক্রিকেটের জন্য লজ্জাজনক দিন।”
ভারতীয় বোর্ড ইতোমধ্যেই জানিয়েছিল, রাজনৈতিক কারণে পাকিস্তানের মন্ত্রীর হাত থেকে ট্রফি নেওয়া হবে না। ফলে ফাইনালের পর সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল ট্রফি ও মেডেল ছাড়াই উদযাপন করে।
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার বলেন, “ক্রিকেট দেখা শুরু করার পর এই প্রথম দেখলাম চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়নি। এটি আমাদের কষ্টার্জিত জয় ছিল। এমন আচরণ মেনে নেওয়া যায় না।”
এর আগে জয় উদযাপন করে সেনাবাহিনীকে উৎসর্গ করায় সূর্যকুমারকে জরিমানা করা হয়েছিল। এবার ফাইনালের পর পুরো ম্যাচ ফি ভারতীয় সেনাবাহিনীকে দেওয়ার ঘোষণায় আবারও বিতর্ক তৈরি হয়েছে।
রশিদ লতিফ আরও মন্তব্য করেছেন, “ভারতীয় ক্রিকেটাররা, বিশেষ করে সূর্যকুমার, নিয়ম ভেঙেছেন বারবার। আশা করি এবার আইসিসি এবং ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন যথাযথ ব্যবস্থা নেবেন।”
ভারত-পাকিস্তান ক্রিকেট সবসময় উত্তেজনার কেন্দ্রে থাকে। তবে এবার সেই উত্তেজনা ছাড়িয়ে বিতর্কই প্রধান হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, আইসিসি এই ঘটনার বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেবে।