ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতলো পাকিস্তান। ফাইনালে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাবর আজমরা। আগে ব্যাট কাওে শ্রীলংকা শ্রীলংকা ১১৪ অলআউট হয়।পাকিস্তান ১১৫ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ১৯তম ওভারে। এর আগে পাক বোলাররা শ্রীলংকার শেষ ৯ উইকেট মাত্র ৩০ রানে শেষ করে।ম্যাচের প্রথমার্ধে ভালো শুরু করেছিল শ্রীলংকা। ১১তম ওভারে তারা ছিল ৮৪-১। কিন্তু মোহাম্মদ নওয়াজের বলে কুসাল মেন্ডিসকে বাবরের অবিশ্বাস্য ক্যাচে আউট হওয়ার পরই হুড়মুড় করে ভেঙে পড়ে শ্রীলংকার ইনিংস। স্পিনে বিপর্যয় আরও বাড়ান আবরার আহমেদ-এক ওভারে কুসাল পেরেরা ও পবন রথনায়েকেকে আউট করেন। এরপর সাইম আইয়ুবের হাতে ধরা পড়েন দলের সর্বোচ্চ রান করা কামিল মিশারা। নওয়াজ ফিরে এসে বোল্ড করেন জানিথ লিয়ানাগে ও হসারাঙ্গাকে।লংকানদের পতনের ভয়াবহ চিত্র-টানা সাতটি জুটি ছয় রান বা তারও কমে গুটিয়ে গেছে।