স্মরণকালের সবচেয়ে অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না পারা, একজন বোর্ড পরিচালকের ‘রহস্যময়’ পদত্যাগ, আরেক বোর্ড পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ- সব মিলিয়ে এখন বেশ টালমাটাল অবস্থা বিরাজ করছে দেশের ক্রিকেটে। এই সময়ে রোববার রাতে সংবাদমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যম- সব জায়গাতেই ছড়িয়ে পড়েছিল, দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেটের প্রধান কর্তা অস্ট্রেলিয়ায় মেলবোর্নে পরিবারের কাছে চলে গেছেন, এমন দাবিও করা হয় বিভিন্ন সংবাদমাধ্যমে।

তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সোমবার সকালে আমিনুল ইসলাম স্বয়ং হাজির হন মিরপুরের বিসিবি কার্যালয়ে। ম্যাচ রেফারিদের উন্নত প্রশিক্ষণের জন্য আয়োজিত এক কর্মশালায় বেশ হাস্যোজ্জলও দেখা যায় তাকে। তবে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ায় বেশ বিরক্ত প্রতিক্রিয়াও দেখালেন তিনি। সাংবাদিকদের সাথে আলাপকালে আমিনুল বলেছেন, ‘আমার লোকেশন জানানো কি সত্যিই জরুরি? ডু আই ওয়ার্ক অ্যাট দা বিসিবি? আমার ব্যক্তিগত জীবন নিয়ে লোকের কেন এত আগ্রহ?’ পরে বিসিবি মিডিয়া ব্লক থেকে মূল কার্যালয়ে যাওয়ার সময় সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘কি মনে হচ্ছে, আমি কি দেশের বাইরে?’

বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুলের পরিবার অনেক বছর ধরেই থিতু মেলবোর্নে। বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পরও কয়েক দফায় মেলবোর্নে গিয়েছেন তিনি। সেখান থেকে অনলাইনে অফিসও করেছেন। আবার সেখানে গেলেও তাই প্রশ্ন বা বিস্ময়ের কিছু এমনিতে থাকার কথা নয়। তবে দেশের ক্রিকেটের চরম সঙ্কটের মুহূর্তে তিনি চলে যাচ্ছেন বা জাতীয় নির্বাচনের আগে নাও ফিরতে পারেন, এমন গুঞ্জন ছড়িয়েই মূলত খবরটি ভিন্ন মাত্রা পেয়েছিল।