অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচেই বিশ্বরেকর্ড করেছে ভারত। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে যুব ওয়ানডে ইতিহাসে গড়েছে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংস- ৪৩৩/৬। ওয়ানডেতে তৃতীয়বারের মতো ৪০০ রানের গণ্ডি টপকে নতুন বিশ্ব রেকর্ড গড়ল ভারত। আগের দুই ইনিংসে ৪২৫/৩ (স্কটল্যান্ডের বিপক্ষে, ২০০৪) ও ৪০৫/৫ (উগান্ডার বিপক্ষে, ২০২২) করে এমন রেকর্ড ভারতেরই ছিল। এখন সেটিকে আরও উঁচুতে তুলে ধরল তাদের অনূর্ধ্ব-১৯ দল। ভারতের রানের সুউচ্চ পাহাড় গড়ার নেপথ্যে সবচেয়ে উজ্জ্বল নাম- মাত্র ১৪ বছরের ওপেনার ভৈভব সুর্যবংশী। যিনি ৯৫ বলে ১৭১ রান করেন। ১৪ ছক্কায় সাজানো ছিল তার ঝলমলে ইনিংসটি। ক্রিকেটের ভাষায় বলতে গেলে ব্যাটিং আক্রমণকে পুরো ম্যাচটাই তিনি নিজের মতো করে চালিয়েছেন। শুরুতে ধীর-স্থির, কিন্তু চোখে পড়ার মতো আত্মবিশ্বাস। ৩০ বলে পঞ্চাশ, ৫৬ বলে শতক। তারপর তো যেন আগুন ধরে গেল ব্যাটে। নিয়ন্ত্রিত আগ্রাসনের সেই চিত্রই ভারতের ইনিংসের ভিতটা পাথরের মতো শক্ত করে দেয়। ভৈভবের ঝড়ো ইনিংসে শুধু ওপেনিং নয়, সময় মতো জ্বলে ওঠে মিডল অর্ডারও। অ্যারন জর্জ ও ভিহান মালহোত্রা- দু’জনই খেলেছেন দারুণ গতিময় ৬৯ রানের ইনিংস। তাদের ধারাবাহিক আক্রমণেই রানের গতি এক মুহূর্তের জন্যও কমতে দেওয়া হয়নি। এই ৪৩৩ রান এখন ভারতের যুব ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সংখ্যাটাই বলে দেয়- এই দল কতটা ভয়ংকর ব্যাটিং ইউনিট। বিশ্বজুড়ে যুব ওয়ানডেতে ৪০০+ স্কোর খুব একটা দেখা যায় না। অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা; কয়েকটি দেশ সে রেকর্ডে নাম লিখিয়েছে বটে, কিন্তু সবচেয়ে বেশি ৪০০+ ইনিংস (৩ বার) এখন শুধুই ভারতের। যুব ওয়ানডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ অবশ্য এখনো অস্ট্রেলিয়ার দখলে রয়েছে। ২০০২ সালে কেনিয়ার বিপক্ষে তারা ৬ উইকেটে করেছিল ৪৮০ রান। এছাড়া মাত্র ১৪ বছরের ভৈভব সুর্যবংশী সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেললেন এক ঝড়ো ইনিংস। ৯৫ বলে ১৭১। তাও আবার চারদিক উড়িয়ে ১৪ ছক্কায় রাঙানো এক মহাকাব্যিক প্রদর্শনী।৩০ বলে হাফ-সেঞ্চুরি, ৫৬ বলে সেঞ্চুরি; একবার লয় পেলে যেন থামার ক্ষমতাই হারিয়ে ফেলেন ভৈভব। ৮৪ বলে পৌঁছে যান ১৫০-এ। আর শেষ পর্যন্ত ১৭১ রানের সেই ইনিংসেই ভেঙে ফেলেন দু’টি এশিয়া কাপ রেকর্ড। যা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল আফগানিস্তানের দারবিশ রাসুলির (২০১৭ সালে ১০টি)। ভৈভব সেটিকে ছাড়িয়ে এখন এক ইনিংসে সর্বোচ্চ ১৪ ছক্কায় নতুন মালিক। শুধু তাই নয়, পুরো টুর্নামেন্ট মিলিয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। রাসুলির আগের ২২ ছক্কাকে টপকে ভৈভবের সংখ্যা এখন ২৬। এই ১৭১ রান অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। তালিকার এক নম্বরে আছেন আম্বাতি রাইডু। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার অপরাজিত ১৭৭ রানের ইনিংস এখনো শীর্ষে। দলে আছেন মুম্বাই ও সিএসকে ওপেনার মাটরের মতো উদ্যমী নেতা। তার নেতৃত্বে ভারত অনূর্ধ্ব–১৯ দল শুক্রবার ইউএই’কে হারিয়ে অভিযান শুরু করার রসদ পেয়ে গেছে। তবে পুরো এশিয়া কাপের সবচেয়ে আলোচিত ম্যাচটি হবে রোববারের ভারত-পাকিস্তান লড়াই। আগামী বছরের বিশ্বকাপ প্রস্তুতির আগাম পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে এটিকে।

এদিকে সাম্প্রতিক পুরুষ এশিয়া কাপ, নারী ওয়ানডে বিশ্বকাপ ও রাইজিং স্টারস টি–টোয়েন্টি এশিয়া কাপে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন এড়িয়ে গিয়েছেন। পাহালগাম সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভারতীয় সেনা ও নিহতদের প্রতি সংহতির বার্তা হিসেবেই এমন সিদ্ধান্ত। তবে জুনিয়র স্তরে চিত্রটা ভিন্ন। আইসিসি চায় রাজনীতি থেকে দূরে থাকুক অনূর্ধ্ব-১৯ ক্রিকেট, এবং বজায় থাকুক স্বাভাবিক খেলোয়াড়সুলভ সৌজন্য আচরণ।