গত মাসে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও সিরিজ নিজেদের করে নিয়েছিল টাইগাররা। এবার নেদারল্যান্ডসের বিপক্ষেও এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল লাল-সবুজের দল। তাতে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়ল লিটন দাসের দল।নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবার সিরিজ খেলতে নেমে আধিপত্যই দেখিয়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করেছে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচে তারা ডাচদের হারিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে। তাও আবার সেটা ৪১ বল হাতে রেখে। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের কাছে পাত্তা পায়নি নেদারল্যান্ডস। এতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে তারা।
সিলেটে ১০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে যোগ করে ৪০ রান। পারভেজ হোসেন ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। ২৩ রানে ফিরেছেন। পরে দ্রুত গতিতে রান তুলেছেন আরেক ওপেনার তানজিদ তামিম। লিটনের সঙ্গে জুটি গড়ে ৩৯ বলে তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থেকেছেন। তার ৪০ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছয়। লিটন-তানজিদের অবিচ্ছিন্ন ৬৪ রানের জুটিতেই ১৩.১ ওভারে জয় পেয়ে যায় স্বাগতিক দল। অধিনায়ক লিটন অবশ্য ১৮ বলে ১৮ রানে অপরাজিত থেকেছেন। তাতে ছিল দুটি চারের মার। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডসের। পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ডাচরা। তৃতীয় ওভারে নাসুম আহমেদকে বোলিংয়ে আনেন লিটন। আর এই সুযোগ কাজে লাগিয়ে জোড়া উইকেট তুলে নিয়ে একাদশে নিজেকে যোগ্য প্রমাণ করেন তিনি।ওভারের দ্বিতীয় বলে ম্যাক্স ও’ডাউড (৮) এবং পরের বলে তেজা নিদামানুরুকে ডাক আউট করেন এই টাইগার স্পিনার। অপর প্রান্ত থেকে রান তোলার চেষ্টা করেন আরেক ওপেনার বিক্রমজিৎ সিং। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৭ বলে ২৪ রান করে তাসকিনের প্রথম শিকার হন এই বাঁ-হাতি ব্যাটার।
চতুর্থ উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। কিন্তু মাত্র ৯ রান করে মোস্তাফিজের বলে ক্যাচ আউট হন তিনি। এরপরই শুরু হয় ডাচদের উইকেট মিছিল। নোয়াহ ক্রুস (২), শারিজ আহমেদ (১২), সিকান্দার জুলফিকার (২), কাইল ক্লেইন (৪) ও পল ফন মিকেরেন (৩) রানে আউট হলে ৮১ রানে ৯ উইকেট হারায় সফরকারীরা।শেষ দিকে লড়াই করতে থাকেন আরিয়ান দত্ত। তবে ১৮তম ওভারের দ্বিতীয় বলে এই ডান হাতি ব্যাটার বোল্ড আউট হলে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। ২৪ বলে ৩০ রান করেছেন আরিয়ান।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন নাসুম আহমেদ। এ ছাড়াও তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান দুটি করে শিকার করেন। আর শেখ মাহেদী ও তানজিম হাসান সাকিব নেন একটি করে উইকেট।