সুপার ওভারে পাকিস্তানের কাছে হেরে রাইজিং স্টারস এশিয়া কাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশ যুব ক্রিকেট দলের। সুপার ওভারে বাংলাদেশের দেওয়া ৭ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে ফাইনাল ম্যাচ জিতে সর্বোচ্চ তৃতীয়বার শিরোপা জিতে নেয় পাকিস্তান। অবশ্য সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে নাটকীয় সুপার ওভার জিতেই রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ ‘এ’ দল। কবে শিরোপা নির্ধারণী ম্যাচে টাই করে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সুপার ওভারে হেরেই শিরোপার স্বপ্ন শেষ হয় যুবাদের। রবিবার রাতে দোহার ফাইনালে সুপার ওভারে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নামেন হাবিবুর রহমান সোহান ও আব্দুল গাফফার সাকলাইন। প্রথম বলে ১ রান এলেও দ্বিতীয় বলেই সাকলাইন ক্যাচ দিয়ে ফেরেন। পরের বলে ওয়াইড থেকে ৫ রান আসে। তৃতীয় বৈধ বলে জিসান আলম বোল্ড হলে মাত্র ৬ রানেই থামে বাংলাদেশ। ৭ রানের জবাবে ব্যাট করতে নেমে রিপন মণ্ডলের করা ওভারে ৪ বলেই খেলা শেষ করে দেয় পাকিস্তান। এর আগে ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। জিসান (৬) ও সোহান (২৬) ভালো শুরু এনে দিলেও ৪৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে খেই হারায় দল। জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন ফাইনালে ফিরেছেন শূন্য রানে। অধিনায়ক আকবর আলী (২) ও ইয়াসির আলী রাব্বিও (৮) ব্যর্থ হলে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। শেষ ২ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৭ রান। ১৯তম ওভারে পাকিস্তানি বোলার শহীদ আজিজের ওপর চড়াও হয়ে তিনটি ছক্কা হাঁকিয়ে ২০ রান তুলে ম্যাচ জমিয়ে দেন সাকলাইন ও রিপন। শেষ ওভারে ৭ রানের সমীকরণ মেলাতে গিয়ে শেষ পর্যন্ত ম্যাচ টাই হয়। সাকলাইন ১৬ ও রিপন ১১ রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি। বোলারদের দাপটে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানকে ১২৫ রানেই আটকে রেখেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাকলাইনের দুর্দান্ত থ্রোতে রানআউট হন ইয়াসির খান। এরপর রিপন মণ্ডল (৩ উইকেট) ও রাকিবুল হাসানের (২ উইকেট) তোপে বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান। সাদ মাসুদের ৩৮ রান তাদের ১২৫ পর্যন্ত নিয়ে যায়। পাকিস্তানের কাছে শিরোপা হাতছাড়া হওয়া বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক আকবর আলী সরাসরি বললেন, ম্যাচ হারার মূল কারণ তাদের নিজেদেরই ভুল ব্যাটিং। ফাইনালে হারের পর আকবর স্বীকার করে নেন যে, তাদের শট নির্বাচন যথেষ্ট ভালো ছিল না। তিনি বলেন,‘বিশ্বাস আমাদের ছিলই। কিন্তু শট নির্বাচনে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। দোষারোপ করলে শুধুই নিজেদেরই করব।’ অধিনায়ক মনে করেন, উইকেটের ধরন জেনেও তারা স্পিনারদের মোকাবিলায় ব্যর্থ হয়েছেন। তিনি বলেন,‘এমন উইকেটে স্পিনের বিপক্ষে ব্যাট করা সহজ নয়, এটা আমরা জানতাম। স্পিনারদের বিপক্ষে লড়াইয়ে আমাদের জিততে হত, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেখানে ব্যর্থ হয়েছি। পর্যায়ে আমরা পুরোপুরি ম্যাচের বাইরে চলে গিয়েছিলাম, কিন্তু আমাদের লোয়ার-অর্ডার যেভাবে ব্যাটিং করেছে, তা সত্যিই দারুণ।’ টুর্নামেন্টে দলের সার্বিক পারফরম্যান্সে গর্বিত আকবর ভবিষ্যতের সম্ভাবনাও তুলে ধরেন। তিনি বলেন,‘এই টুর্নামেন্টে ছেলেরা যা দেখিয়েছে, তাতে আমি খুব গর্বিত। এই দলটি খুবই তরুণ, এদের সামনে শেখার ও উন্নতির অনেক সুযোগ রয়েছে।’ শেষে সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক। তিনি বলেন,‘সমর্থকদের বিশেষ ধন্যবাদ, প্রতিটি ম্যাচেই তারা এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন।’
ক্রিকেট
সুপার ওভারে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের
সুপার ওভারে পাকিস্তানের কাছে হেরে রাইজিং স্টারস এশিয়া কাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশ যুব ক্রিকেট দলের।
Printed Edition