নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিলেটে প্রথম চার দিনের ম্যাচে ৭০ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। গতকাল বৃষ্টি বাঁধার পর শেষ সেশনের সময় এক ওভারে তিন উইকেট হারানোর পর হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে গেছে টাইগাররা। জয়ের জন্য বাংলাদেশের সামনে টার্গেট ছিল ২৪৬ রান। একটা সময় পর্যন্ত হাতের নাগালেই ছিল ম্যাচটি। তবে ক্রিজে থাকা ব্যাটারদের দেখে মনে হয়নি ম্যাচটি জিতে ফিরতে চেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বরং টেস্ট মেজাজে টিকে থেকে সময় পার করাই ছিল উদ্দেশ্য। তবে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে এমন খেলাই বুমেরাং হয়ে ফিরেছে বাংলাদেশের জন্য। চতুর্থ দিনের শুরুটা অবশ্য বাংলাদেশের বোলাররা ভালো বোলিং করেছিল। ৫ উইকেটে ২১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করা নিউজিল্যান্ডকে ২৫৭ রানেই থামিয়ে দেয় টাইগার বোলাররা। সেঞ্চুরি হাঁকিয়ে টাইগারদের পথের কাঁটা হয়ে টিকে থাকা নিক কেলিকে দিনের শুরুতে ফেরান নাঈম হাসান। এরপর বাকি উইকেটগুলো পড়েছে দ্রুতই। ৮০.১ ওভারে ২৫৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪৬। বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেন হাসান মুরাদ। ৪ উইকেট নেন নাঈম হাসান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরটা ছিল একেবারেই নড়বড়ে এনামুল হক বিজয় করেন ১৬ রান। মাহমুদুল হাসান জয় এবং অমিত হাসানও করতে পারেননি রান। এরপর ক্রিজে জুটি বাঁধেন জাকির এবং মাহিদুল ইসলাম অঙ্কন। পরে ৮৯ বলে ৫০ রান করে জাকির আউট হয়ে যান। এরপর নুরুল হাসান সোহান এবং মাহিদুল অঙ্কন দলকে পথ দেখাতে থাকেন। তবে ৫২ বলে ২৭ রান করে আউট হন সোহান। এরপর ৫ বলে ৬ রান করেন নাঈম। শেষ সময়ে একাই লড়াই চালিয়ে যান অঙ্কন। তবে এক ওভারে ৩ উইকেট হারানোর পর ৯ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে চলে যায় বাংলাদেশ। শেষে খালেদের উইকেট হারানোর পর ১৭৫ রানে থামে টাইগাররা। ১৬৭ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন অঙ্কন। কিউইদের হয়ে ৫ উইকেট শিকার করেছেন আদিত্য অশোক।