গ্লোবাল সুপার লিগের জন্য দল ঘোষণা করেছে প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। রংপুরের এবারের মিশন শিরোপা ধরে রাখার। আগামী ১০ থেকে ১৮ জুলাই প্রভিডেন্সের গায়ানা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ২০২৪ সালের চ্যাম্পিয়ন রংপুর আবারও নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলবে।

টুর্নামেন্টে শীর্ষ রান সংগ্রাহক সৌম্য সরকারও ফিরছেন। কামরুল ইসলাম রাব্বি বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন। স্থানীয় তারকাদের সহযোগিতায় রংপুর অন্তর্ভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিয়ান টপ অর্ডার ব্যাটার কাইল মায়ার্স, দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার তাবরাইজ শামসি, পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার আহমেদ ও আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানকে। অবশ্য রংপুর কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ থেকে ১৬ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলে স্থানীয় খেলোয়াড়রা যোগ দিতে পারেন। তাই প্রাথমিক দলে কিছুটা পরিবর্তন আসতে পারে।

রংপুর রাইডার্স স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ইয়াসির আলী, কাইল মায়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম দাজরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হারমীত সিং ও খাজা নাফায়।