এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে সুপার ওভার পর্যন্ত গড়ানো লড়াইয়ের শেষটা বাংলাদেশ ‘এ’ দলের জন্য ছিল হতাশার। পাকিস্তান ‘এ’-র কাছে শিরোপা হাতছাড়া হলেও ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে এসে নিজের ভুলগুলোই পরিষ্কারভাবে স্বীকার করেন অধিনায়ক আকবর আলী। তিনি বলেন, ব্যাটিংয়ে ভুল শট নির্বাচনই দলের হারের প্রধান কারণ।

ফাইনালের পর আকবর বলেন, আমাদের আত্মবিশ্বাস ছিল, কিন্তু শট নির্বাচন একদমই ভালো হয়নি। দোষারোপ করলে নিজেদেরই করব। এমন উইকেটে স্পিনের বিপক্ষে ব্যাট করা কঠিন ছিল—এটা আমরা জানতাম। স্পিনারদের বিপক্ষে লড়াই জিততে হতো, কিন্তু আমরা তা পারিনি।

ম্যাচের একটি পর্যায়ে বাংলাদেশ প্রায় পুরোপুরি ম্যাচের বাইরে চলে যায়। তবে শেষ মুহূর্তে লোয়ার অর্ডারের লড়াই দলকে আবারও ম্যাচে ফিরিয়ে আনে। আকবর বলেন, এক সময় আমরা ম্যাচের বাইরে ছিলাম, কিন্তু লোয়ার-অর্ডারের যে লড়াই, তা সত্যিই অসাধারণ। এই টুর্নামেন্টে ছেলেরা যে চরিত্র দেখিয়েছে, তা নিয়ে আমি খুব গর্বিত। দলটি খুবই তরুণ—এদের শেখার এবং উন্নতির অনেক সুযোগ রয়েছে।

এ ছাড়া সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। সমর্থকদের বিশেষ ধন্যবাদ—প্রতি ম্যাচে এসে তারা আমাদের পাশে ছিলেন, বলেন আকবর।