এবার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ বেছে নিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা । ব্যাট ও বলে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে বিশ্ব ক্রিকেটে এক অনন্য উচ্চতায় তুলে ধরেছেন তিনি। আইপিএল, বিপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ এই ক্রিকেটার এবার প্রকাশ করেছেন তার পছন্দের টি-টোয়েন্টি কিংবদন্তিদের তালিকা। জিও সুপার সম্প্রতি একটি স্থানীয় ক্রীড়া প্ল্যাটফর্মে দেয়া এক সাক্ষাতকারে রাজা এ স্কোয়াড বাছাই করেন। তার সেরা একাদশের সবচেয়ে বড় চমক ভারতের বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির জায়গা না পাওয়া। অথচ এই দুই ভারতীয় সুপারস্টার বিশ্ব টি-টোয়েন্টিতে সবচেয়ে জনপ্রিয় নামগুলোর মধ্যে অন্যতম। রাজার মতে, টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্বগুণ ও সাফল্যের বিচারে রোহিত শর্মাই সেরা অধিনায়ক। তাই তিনি ভারতের এই ব্যাটারকেই দিয়েছেন দলের নেতৃত্ব। রোহিতের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ানস জিতেছে পাঁচটি আইপিএল শিরোপা এবং তার অধীনে ভারত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটায়। ওপেনিংয়ে রোহিতের সঙ্গে রয়েছেন ক্রিস গেইল। উইকেটরক্ষকের দায়িত্ব তুলে দেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে। মিডল অর্ডারে রেখেছেন দুই প্রোটিয়া এবি ডি ভিলিয়ার্স ও হেনরিক ক্লাসেনকে। সেই সঙ্গে রয়েছেন ক্যারিবিয়ান পাওয়ার হিটার কাইরন পোলার্ড। বোলিং অলরাউন্ডার হিসেবে রাজার স্বপ্নের একাদশে রয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। স্পিন বিভাগের ভরসা রেখেছেন আফগানিস্তানের রশিদ খানের ওপর। পেস আক্রমণে রাজা ভারত-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার তারকাদের ওপর ভরসা রেখেছেন। তারা হলেন- জাসপ্রিত বুমরাহ, মিচেল স্টার্ক ও শাহীন শাহ আফ্রিদি। সাক্ষাৎকারে রাজার কাছে জানতে চাওয়া হয় সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডারের নাম। সেখানে তিনি জ্যাক ক্যালিস, সাকিব আল হাসান, শহিদ আফ্রিদি, রবীন্দ্র জাদেজা এবং ডিজে ব্রাভোর নাম উল্লেখ করেন।
সিকান্দার রাজার সর্বকালের সেরা
টি-টোয়েন্টি একাদশ
ক্রিস গেইল, রোহিত শর্মা (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, হেনরিক ক্লাসেন, কাইরন পোলার্ড, রবীন্দ্র জাদেজা, রশিদ খান, জসপ্রিত বুমরাহ, শাহীন আফ্রিদি ও মিচেল স্টার্ক।