ক্রিকেট
ফাইনালে পার্থক্য গড়ে দিতে পারে যে ৫ কারণ
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ। ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। যদিও টুর্নামেন্টে অপরাজিত থাকা ভারতকে ফাইনালের ফেভারিট মনে করা হচ্ছে। তবে নিউজিল্যান্ডও দুর্দান্ত ফর্মে আছে, যদিও তাদের একমাত্র হার ভারতের বিপক্ষেই। ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়।
Printed Edition
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আজ। ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। যদিও টুর্নামেন্টে অপরাজিত থাকা ভারতকে ফাইনালের ফেভারিট মনে করা হচ্ছে। তবে নিউজিল্যান্ডও দুর্দান্ত ফর্মে আছে, যদিও তাদের একমাত্র হার ভারতের বিপক্ষেই। ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়।
রহস্যময় বরুণ চক্রবর্তী: ভারতের স্কোয়াডে শুরুতে না থাকলেও হঠাৎ করেই জায়গা পেয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন বরুণ চক্রবর্তী। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই ৫ উইকেট নেয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়েছেন ২ উইকেট। মাত্র ৩টি ওয়ানডে খেলা এই স্পিনার ফাইনালে ভারতের জন্য বড় শক্তি হয়ে উঠতে পারেন। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডও মনে করেন, ফাইনালে বড় হুমকি হতে পারেন বরুণ।
রবীন্দ্র-উইলিয়ামসনের শুরু: নিউজিল্যান্ডের দুই ব্যাটিং স্তম্ভ কেইন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। উইলিয়ামসনের ধৈর্যশীল ব্যাটিং আর রবীন্দ্রর আগ্রাসী খেলা ফাইনালের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। এই দুই ভিন্নধর্মী ব্যাটসম্যানের পারফরম্যান্স ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
ম্যাট হেনরির চোট: নিউজিল্যান্ডের পেস আক্রমণের নেতা ম্যাট হেনরি চোটের কারণে ফাইনালে অনিশ্চিত। টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ উইকেট নেয়া হেনরি ২০২৩ সাল থেকে ধারাবাহিক পারফর্ম করছেন। তার অনুপস্থিতি নিউজিল্যান্ডের বোলিং লাইনআপে বড় ধাক্কা হতে পারে।
দুবাইয়ের রহস্যময় পিচ: ফাইনালের ভেন্যু দুবাইয়ের উইকেট ধীরগতির ও স্পিনারদের সহায়ক। ভারত পুরো টুর্নামেন্টে এখানেই খেলেছে, ফলে তাদের জন্য এটি সুবিধাজনক হতে পারে। তবে নিউজিল্যান্ডও এখানকার অভিজ্ঞতা রাখে। ব্যাটিং বান্ধব পাকিস্তানের উইকেটে ৩৬২ রান করা কিউইদের জন্য দুবাইয়ের ধীর উইকেট চ্যালেঞ্জ হতে পারে।
রোহিত শর্মার ইনিংসের প্রভাব: সাম্প্রতিক সময়ে বড় রান পাননি রোহিত শর্মা, তবে তার ইনিংসের স্ট্রাইক রেট ভারতের শুরুটা কীভাবে হবে তা নির্ধারণ করতে পারে। শেষ পাঁচ ইনিংসে সর্বোচ্চ ৪১ রান করলেও তিন বছর ধরে ওয়ানডেতে টি-টোয়েন্টির মতো ব্যাটিং করছেন তিনি। ১১৮.৭৭ স্ট্রাইক রেটে ব্যাট করা রোহিত শুরুতে কিছুক্ষণ টিকে গেলে ভারতকে দারুণ সূচনা এনে দিতে পারেন।