ঈদের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ড। নবম রাউন্ডের খেলা দিয়েই মাঠে ফিরবে দলগুলো। তবে মোহামেডানের জন্য রয়েছে বড় এক পরিবর্তন। দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল অসুস্থতার কারণে প্রায় ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে। ফলে নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে চলছে আলোচনা। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কারণে মেহেদি হাসান মিরাজের মোহামেডানের হয়ে অধিনায়কত্ব পাওয়া সম্ভব নয়। এমন পরিস্থিতিতে দলটির নেতৃত্ব পেতে পারেন তাওহিদ হৃদয়। গতকাল মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপনও তেমনই ইঙ্গিত দিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘শনিবার (আজ) অফিসিয়াল অনুশীলন শুরু হবে। এরপর নিশ্চিত হওয়া যাবে নতুন অধিনায়ক কে হচ্ছেন। তবে এখন পর্যন্ত তাওহিদ হৃদয়ের ভালো সম্ভাবনা রয়েছে। তামিম যখন বাইরে ছিলেন, তখন সে বেশ ভালোভাবে দলের দায়িত্ব নিয়েছে।
তাই তার সুযোগ বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট ও ক্লাব কর্তৃপক্ষ নেবে। ‘এইবার একটা লিগ হচ্ছে যেটা খেলা ইম্পরট্যান্ট সবাই বলছে। প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। একটা খেলা হেরে গেলে অনেক পিছিয়ে যেতে হবে। তো আমরা চাচ্ছি প্রতিটা ম্যাচ জিতে সুপার লিগ ধরে রাখতে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর কোনো অপশন নেই। একটা ম্যাচ হেরে গেলে আমরা অনেক পিছিয়ে যাব।’ তামিম ইকবালের না থাকা মোহামেডানের জন্য বড় ধাক্কা হলেও তাওহিদ হৃদয়ের নেতৃত্বে দল কতটা এগিয়ে যেতে পারে, সেটাই এখন দেখার বিষয়।