তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) বল টেম্পারিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ভারতের অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর নেতৃত্বাধীন দল দিন্দিগুল ড্রাগনসের বিরুদ্ধে মাদুরাই প্যান্থার্স যে অভিযোগ তুলেছিল, তা ফ্র্যাঞ্চাইজি দলটি প্রমাণ করতে পারেনি। ১৪ জুন সালেমে দুই দলের ম্যাচ শেষে মাদুরাই কোচ শিজিত চন্দ্রন অভিযোগ করেন, রাসায়নিক ব্যবহার করা তোয়ালে দিয়ে অশ্বিনের দল বলের অবস্থা ইচ্ছাকৃতভাবে খারাপ করেছিল। তাঁর দাবি, ‘পাওয়ার প্লের পর ব্যাটসম্যানদের শট মারার শব্দ ছিল এমন, যেন তারা পাথর মারছে। বল স্বাভাবিক ছিল না। তবে এ অভিযোগ খতিয়ে দেখে টিএনপিএল সিইও প্রসন্ন কানন স্পষ্ট জানিয়েছেন, এমন কোনো প্রমাণ মেলেনি। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ম্যাচে ব্যবহার হওয়া তোয়ালেগুলো টিএনসিএ কর্তৃক দেয়া হয়েছিল, দুই দলের জন্যই ছিল। আম্পায়ার ও ম্যাচ রেফারি বলের অবস্থা পুরো ম্যাচজুড়ে পর্যবেক্ষণে রেখেছিলেন। খেলার সময় কোনো অভিযোগ ওঠেনি। কোনো প্রমাণও দিতে পারেননি। অভিযোগগুলো অনুমানভিত্তিক।’ প্রসন্ন কানন আরও জানান, অভিযোগে কোনো ভিডিও, ছবি বা প্রত্যক্ষদর্শীর বক্তব্য দেওয়া হয়নি। যদি মাদুরাই প্যান্থার্স সেসব প্রমাণ দিতে চায়, তাহলে ১৭ জুন বেলা তিনটার মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীন তদন্ত চেয়ে আবেদন করতে হবে।
তবে সময় ও নিয়ম না মেনেই অভিযোগ করেছে মাদুরাই। অভিযোগ যখন করা হয়েছে, তখন ম্যাচের ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে এবং তা পাঠানো হয়েছে ভুল ঠিকানায়। নিয়ম অনুযায়ী টিএনসিএ সেক্রেটারির কাছে অভিযোগ দিতে হয়। নিয়মভঙ্গ করায় অভিযোগটি ‘গ্রহণযোগ্য নয়’ বলেও জানানো হয়েছে। তবু স্বচ্ছতা ও ন্যায্যতার স্বার্থে টিএনপিএল বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পর্যালোচনা করেছে এবং দিন্দিগুল ফ্র্যাঞ্চাইজিকে অবহিত করেছে। উল্লেখ্য, ওই ম্যাচে অশ্বিন ও শিভম সিংয়ের দুর্দান্ত ওপেনিংয়ে মাত্র ১৩ ওভারের মধ্যে ১৫১ রানের লক্ষ্য সহজে টপকে যায় ড্রাগনস। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন অশ্বিনের দল এবারের আসরেও দারুণ ছন্দে আছে।