বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি-২০২৫-২৬ ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাবনা জেলা দলকে বৃষ্টি আইনে ৩১ রানে হারিয়েছে বগুড়া জেলা। অপর ম্যাচে জয়পুরহাটের বিপক্ষে ৩৮ রানের জয় পেয়েছে নওগাঁ জেলা। শনিবার সকালে রাজশাহী শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৭ দশমিক ৩ ওভারে সব ক’টা উইকেট হারিয়ে ১৫১ রান করে বগুড়া। দলের পক্ষে তাহমিদ বিন আলম সর্বোচ্চ ৩৮ রান করে। এছাড়া দলনেতা ইলমান হাবিব ৩৩, রিয়াদ শেখ ২৫ এবং তাহমিদ করিম ১৯ রান করে। পাবনা জেলা দলের মুনতাসিফ ৫টি এবং নাহিদ মন্ডল ৩টি উইকে শিকার করে। পাবনা জেলা দল ১৫২ রানের জয়ের টার্গেটে ব্যাট করে নেমে ২০ রানে ২ উইকেট হারানোর পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এসময় ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। অবশেষে বৃষ্টি থেমে যাওয়ার পর বৃষ্টি আইনে ২০ ওবারে জয়ের জন্য পাবনা জেলা দলের প্রয়োজন হয় ৮৫ রান। কিন্তু বগুড়া জেলা দলের বোলারদের দাপুটে বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৫৪ রান করতে সক্ষম হয় পাবনা। ফলে ৩১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বগুড়া জেলা। পাবনার পক্ষে রিফাত এবং ফারহান সাদিক ১২ রান করে। বগুড়ার তাসকিন ৩টি, ইয়াকুব, শিহাব ও ইলমান হাবিব ২টি করে উইকেট শিকার করে। বগুড়া জেলা দলের দ্বিতীয় ম্যাচ আজ সিরাজগঞ্জের বিপক্ষে।
এদিকে, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নওগাঁ জেলা। ব্যাটসম্য্যানদের চরম ব্যর্থতার পরেও ওপেনার অঅব্দুর রহিমের ৩৮ রানে ভর করে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ১৩২ রান। রাসেল হোসেনের অপরাজিত ১৯ এবং মাকনুনের ১৮ রান ছাড়া আর কেউ উল্লেখ করার মত রান করতে পারেনি। জয়পুরহাটের সিয়াম ৩টি, ফাহিম ও সামির ২টি করে উইকেট লাভ করে। জবাবে নওগাঁর বোলারদের সামনে ৩৬ ওভার ৫ বলেই ৯৪ রানে গুটিয়ে যায় জয়পুরহাট। সিয়াম দলের হয়ে সর্বোচ্চ ১৫ রানে অপরাজিত ছিল। এছাড়া শুভ ও সামির ১৩ রান করে। নওগাঁর রাসেল ও শ্রাবণ ৩টি করে এবং মাকনুন ২টি উইকেট শিকার করে। ম্যাচ পরিচালনায় ছিলেন খালেদ মাহমুদ রুবেল ও বিপুল। স্কোরারের দায়িত্বে ছিলেন কানু। আগের রাতে বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় শনিবারের ম্যাচও নির্ধারিত সময়ের অনেক দেরিতে শুরু হয়। ফলে ৫০ ওভারের ম্যাচ ৪০ ওভারে কমিয়ে আনা হয়। আজ বগুড়ায় রাজশাহীর মুখোমুখি হবে নওগাঁ জেলা।