টি-টোয়েন্টির পর এবার টি-টেন ক্রিকেটে লিগও জনপ্রিয় হচ্ছে। কানাডা চালু করতে যাচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ১০ ওভারের ক্রিকেট লিগ কানাডা সুপার সিক্সটি টি-টেন লিগ। এই টুর্নামেন্টের জন্য নারী-পুরুষ মিলিয়ে ১,৩০০-এর বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। যাদের মধ্যে রয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ এবং তানজিদ হাসান তামিম। কানাডা সুপার সিক্সটি টি-টেন লিগের প্রথম আসরের ড্রাফট খুব শিগগিরই ঘোষণা করা হবে। নারী ও পুরুষ উভয় বিভাগের ম্যাচ শুরু হবে জুলাই মাসে। ভারতীয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, সাবেক ভারতীয় তারকা যুবরাজ সিং এর প্রচেষ্টায় কানাডা সুপার সিক্সটি নামে এই টি-টেন লিগ বাস্তবায়ন হচ্ছে। যেখানে অংশ নিতে ৩৪টি দেশের ১,১৩৫ জন পুরুষ ও ২৩৫ জন নারী ক্রিকেটার ড্রাফটে নাম লিখিয়েছেন। এই তালিকায় মিরাজ ও তানজিদের নাম বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য নিঃসন্দেহে গর্বের বিষয়। যদিও আরও কোনো বাংলাদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করেছেন কি না, সেই তথ্য প্রকাশ করা হয়নি। ড্রাফটে বিশ্বের নানা প্রান্তের তারকা ও তরুণ ক্রিকেটাররা আছেন, যার মধ্যে রয়েছেন ফিন অ্যালেন, জেসন রয়, নাসিম শাহ, সিকান্দার রাজা, টিম সাউদি, রাইলি রুশো, ডেভিড মালান, আন্দ্রে ফ্লেচার, জেসন হোল্ডার, কাইল মায়ার্স প্রমুখ। নারী ক্রিকেটারদের তালিকাও বেশ সমৃদ্ধ। রয়েছেন- লিয়া তাহুহু, ম্যাডি গ্রিন, শবনম ইসমাইল, দিয়েন্দ্রা ডটিন, জেস জোনাসেন, লোরা হ্যারিসসহ আরও অনেকেই। এই টুর্নামেন্ট নিয়ে স্কটল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার এবং আসরের সহকারী টুর্নামেন্ট পরিচালক কাইল কোয়েটজার বলেন, বিশ্বের বড় বড় তারকাদের অংশগ্রহণ দেখে আমি দারুণ রোমাঞ্চিত। এতে প্রতিযোগিতার মান বাড়বে এবং কানাডার ক্রিকেটারদের জন্য এটি হবে অসাধারণ এক অভিজ্ঞতা।