ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংগঠনের কয়েকটি সভায় থাকতে না পেরে ‘লিঙ্গ বৈষম্যের’ অভিযোগ করে ক্ষোভ জানান বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও রুমানা আহমেদ। অবশেষে রুমানা ও সাবেক ক্রিকেটার জেসিয়া ইসলাম জেসিসহ ৬০-৭০ জন ক্রিকেটারকে নিয়ে শুক্রবার রুদ্ধদ্বার সভা অনুষ্ঠিত হয়েছে। আগের সভাগুলো বিসিবি কার্যালয়ে হলেও এই সভা হয়েছে ডিওএইচএস এলাকার একটি কফি শপে। তামিম ইকবালের নেতৃত্বে সেখানে ৬০-৭০ জন ক্রিকেটারের অংশগ্রহণে কোয়াবের আসন্ন নির্বাচনের ব্যাপারে হয়েছে এই সভা। বৈঠকে মূল আলোচনা ছিল কীভাবে নারী ক্রিকেটারদের ভূমিকা বাড়ানো যায়। পাশাপাশি ক্রিকেটাদের প্রার্থিতা চূড়ান্ত করা নিয়েও আলোচনা করা হয়। কোয়াবের পরিচালনা কমিটিতে নারীবিষয়ক একটি পদে নারী ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। ২১ আগস্টের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
ক্রিকেট
কোয়াব পরিচালনা কমিটিতে এবার থাকছেন নারী ক্রিকেটার
ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।