আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। গতকাল আয়ারল্যান্ডকে ২১৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিলেটে সিরিজের প্রথম টেস্ট ইনিংস ও ৪৭ রানে জিতেছিল টাইগাররা। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল টাইগাররা। এই টেস্টে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে শততম টেস্ট খেলতে নামেন মুশফিকুর রহিম। শততম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১০৬ ও অপরাজিত ৫৩ রান করায় ম্যাচ সেরা হয়েছেন মুশফিক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ টেস্টের চতুর্থ দিন আয়ারল্যান্ডকে জয়ের জন্য ৫০৯ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। জবাবে চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ১৭৬ রান করে আয়ারল্যান্ড। ফলে জয়ের জন্য টেস্টের শেষ দিন বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ উইকেট এবং আয়ারল্যান্ডের আরও ৩৩৩ রান। গতকাল পঞ্চম দিনের ১৪তম ওভারে আয়ারল্যান্ডের সপ্তম উইকেট শিকার করেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। এন্ডি ম্যাকব্রিনকে ২১ রানে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন তিনি। এই শিকারের মাধ্যমে টেস্টে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তাইজুল। এরপর অষ্টম উইকেটে ৪৮ রান যোগ করে আয়ারল্যান্ডের রান ২শ পার করেন কার্টিস ক্যাম্ফার ও জর্ডান নিল। ৩০ রান করা নিলকে দারুণ ডেলিভারিতে বোল্ড করে জুটি ভাঙ্গেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। দলীয় ২৩৭ রানে নিল ফেরার পর বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে ৬৯ বলে ২৬ রানের অবি”িছন্ন জুটিতে দিনের প্রথম সেশন শেষ করেন ক্যাম্ফার ও গ্যাভিন হোয়ে। বিরতি থেকে ফিরেও স্বা”ছন্দ্যে ব্যাট করছিলেন এই দু’জন। বিরতির পর ২০ ওভার ব্যাট করেন তারা। অবশেষে ইনিংসের ১১৩তম ওভারের দ্বিতীয় বলে হোয়েকে লেগ বিফোর করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার হাসান মুরাদ। পরের ডেলিভারিতে ম্যাথু হামফ্রিজকে শূণ্যতে বোল্ড করে আয়ারল্যান্ডকে ১১৩.৩ ওভারে ২৯১ রানে গুটিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মুরাদ। হোয়ে ১০৪ বল খেলে ৩৭ রানে আউট হলেও, ৪টি চার ও ২টি ছক্কায় ২৫৯ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলেন ক্যাম্ফার। তাইজুল ইসলাম ১০৪ রানে এবং হাসান মুরাদ ৪৪ রানে ৪টি করে উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন খালেদ আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৭৬ ও আয়ারল্যান্ড ২৬৫ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান করে বাংলাদেশ। শততম টেস্টে দারুণ ব্যাটিংয়ে ম্যাচ সেরা হন মুশফিক। দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা হন টাইগার স্পিনার তাইজুল। আগামী ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫
বাংলাদেশ ২য় ইনিংস: ২৯৭/৪ (ডি.)
আয়ারল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫০৯, আগের দিন ১৭৬/৬) ১১৩.৩ ওভারে ২৯১ (ক্যাম্ফার ৭১*, ম্যাকব্রাইন ২১, নিল ৩০, হোয়ে ৩৭, হামফ্রিজ ০; ইবাদত ১১-৩-২৯-০, তাইজুল ৪০-৭-১০৪-৪, খালেদ ১২-০-৪৫--১, মিরাজ ২৭-১১-৪৯-১, মুরাদ ২২.৩-১১-৪৪-৪, মুমিনুল ১-০২-০)।
ফল: বাংলাদেশ ২১৭ রানে জয়ী।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: মুশফিকুর রহিম।
ম্যান অব দা সিরিজ: তাইজুল ইসলাম।