ওভাল টেস্ট জিততে হলে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে করতে হবে ৩৭৪ রান। ওভালে এতো রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। তাই রেকর্ড গড়েই জিততে হবে স্বাগতিকদের। সেই পথে ভালোই এগোচ্ছে ইংল্যান্ড।এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ড তুলেছে ৩ উইকেটে ২৩১ রান। তাতে চতুর্থ উইকেটে ১০০ রানের জুটি পূর্ণ হয়েছে হ্যারি ব্রুক ও জো রুটের। রুট ৫০ ও ব্রুক ৭৫ রানে ব্যাট করছেন।অবশ্য এই জুটি আরও আগেই ভাংতে পারতো। হ্যারি ব্রুকের পুল শটে বল চলে যায় লং লেগে দাঁড়ানোর মোহাম্মদ সিরাজের হাতে। সিরাজ বলটা ভালোভাবেই মুঠোবন্দী করেন। কিন্তু এরপর শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারেননি। তাঁর ডান পা স্পর্শ করে সীমানারেখা সঙ্গে। তখন ব্রুক ছিলেন ব্যক্তিগত ১৯ রানে।এই টেস্ট জিততে রেকর্ড গড়ে জিততে হবে ইংল্যান্ডকে। এই ওভালে সবচেয়ে বেশি ২৬৩ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে ইংল্যান্ডেরই। সেটি ১২৩ বছর আগে অর্থাৎ ১৯০২ সালে।তবে কদিন আগেই হেডিংলিতে ৩৭১ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড।
ক্রিকেট
ব্রুক-রুটে রেকর্ড গড়ার দিকে এগোচ্ছে ইংল্যান্ড
ওভাল টেস্ট জিততে হলে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে করতে হবে ৩৭৪ রান। ওভালে এতো রান তাড়া করে জয়ের রেকর্ড নেই। তাই রেকর্ড গড়েই জিততে হবে স্বাগতিকদের। সেই পথে ভালোই এগোচ্ছে ইংল্যান্ড।এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ড তুলেছে ৩ উইকেটে ২৩১ রান।