এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। দলের নেতৃত্ব দিবেন সূর্যকুমার যাদবই। সহঅধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। অনিশ্চয়তায় থাকা পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করেছে। বাদ পড়েছেন বেশ কয়েকজন তারকা। গতকাল দুপুর দেড়টায় ভারতীয় দল ঘোষণার সময় নির্ধারিত ছিল। তবে মুম্বাইয়ে প্রবল বৃষ্টির কারণে নির্বাচকদের নির্দিষ্ট ভেন্যুতে পৌঁছাতে বিলম্ব হয়। ফলে প্রায় দেড় ঘণ্টা দেরিতে এলো আলোচিত সেই স্কোয়াড। প্রধান নির্বাচক অজিত আগারকার ও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া চমক জাগানো দল ঘোষণা করলেন। সূর্যকুমার ফিটনেস টেস্টে উৎরে যাওয়ায় আগেই তার খেলার ছাড়পত্র মিলেছিল। ফলে এশিয়া কাপে তার কাঁধেই থাকছে ভারতীয় দলের নেতৃত্বভার। সূর্য যখন প্রথম ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন তখন শুভমানই ছিলেন তার ডেপুটি। কিন্তু গত দুটো সিরিজ শুভমান খেলেননি। তার বদলে অক্ষর প্যাটেলকে সহঅধিনায়ক করা হয়েছিল। তাই এশিয়া কাপের দলে শুভমান থাকবেন কিনা সেটির দিকে নজর ছিল সবার। নজর ছিল যশস্বী জয়সওয়ালের দিকেও। কিন্তু তাকে ১৫ জনের দলে নেয়া হয়নি, স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে।

ভারতের এশিয়া কাপের স্কোয়াড : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহঅধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা ও রিঙ্কু সিং।