পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বোলিংয়ের শুরুটা চমক দিয়েই করেছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে টাইগার বোলারদের সামনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় ৫ রানের মাথায় বাংলাদেশ তুলে নিয়েছে পাকিস্তানের প্রথম দুই উইকেট। আর ৩৩ রানে পাকিস্তান হারায় প্রথম চার উইকেট। শুরুতে ব্যাট করতে নেমে তাসকিনের প্রথম ওভারে তৃতীয় বলে বাউন্ডারি মেরে রানের খাতা খুলেছিলেন ওপেনার শাহেবজাদা ফারহান। পরের বলেই আবার মেরে খেলতে গিয়ে রিশাদের হাতে ক্যাচ দিয়ে ৪ রানে ফিরেছেন পাকিস্তানি ওপেনার। এই উইকেট শিকার করে টি-টোয়েন্টিতে শততম উইকেটের মালিক হন তাসকিন। তাসকিনের পর দ্বিতীয় ওভারে আঘাত হানেন মেহেদী হাসান। নতুন ব্যাটার সাইম আইয়ুবকে বিদায় দেন রানের খাতা খুলবার আগেই। রিশাদকে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইম। মাত্র ৫ রানে প্রথম দুই উইকেট হারানো দলকে এগিয়ে নিতে দায়িত্ব নেন ওপেনার ফখর জামান ও অধিনায়ক সালমান আগা। তবে এই জুটি দলকে বেশি দুর এগিয়ে নিতে পারেননি। দলীয় ২৯ রানে ফখর জামানের বিদায়ে ভাংগে এই জুটি। রিশাদের বলে তানজিম সাকিবকে ক্যাচ দেয়ার আগে তিনি করেন ১৩ রান। এখানেই শেষ নয়। দলীয় ৩৩ রানে আরো একটি উইকেট হারায় পাকিস্তান। এবার রিশাদ ৩ রানে ফিরান হোসাইন তালাতকে। চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে ৪ উাইকেট হারিয়ে ৪৭ রান নিয়ে ব্যাট করছিল। এরআগে,পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ইনজুরি আক্রান্ত হওয়ায় এই ম্যাচের একাদশেও নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। তাই টস করেছেন জাকের আলী। ভারতের বিপক্ষে চার পরিবর্তন নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। যদিও ওই পরিবর্তনগুলো কাজে লাগেনি। হেরে গেছে বাংলাদেশ। ভারতের বাঁ-হাতি ব্যাটারদের বিপক্ষে ডানহাতি অফস্পিনার শেখ মেহেদী হতে পারতেন দারুণ কার্যকর। সে সব মাথায় রেখেই পাকিস্তানের বিপক্ষে নাসুম আহমেদকে বাদ দিয়ে শেখ মেহেদী হাসানকে একাদশে অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া দলে নেয়া হয়েছে তাসকিন আহমেদ এবং নুরুল হাসান সোহানকেও। বাদ দেয়া হয়েছে সাইফউদ্দিন ও ওপেনার তানজিদ তামিমকে। ভারতের বিপক্ষে এই দু’জন খুব একটা কার্যকর ছিলেন না। এই ম্যাচে জয় পেলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে হেরে গেলে পাকিস্তানই খেলবে ফাইনালে ভারতের বিপক্ষে।

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী (উইকেটরক্ষক ও অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা (অধিনায়ক), হোসাইন তালাতম মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

এশিয় কাপ ক্রিকেটে ভারত-শ্রীলংকা আজ নিয়ম রক্ষার লড়াই

এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের শেষ ম্যাচে ফেভারিট ভারতের মুখোমুখি হবে আজ শ্রীলংকা। দাপট দেখিয়ে ভারত সুপার ফোরে জায়গা করে নেয়। গ্রুপ পর্বে সবকটি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে ভারত। সুপার ফোরে প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু হয় ফেভারিট ভারতের। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ভারতে প্রতিপক্ষ ছিল বাংলাদেশ।

সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত ৪১ রানে হারিয়েছে বাংলাদেশকে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া ফলেএক ম্যাচ বাকী থাকতেই এশিয়া কাপের ফাইনালে উঠে ভারত। । সুপার ফোরে ২ ম্যাচ খেলে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করে ভারত। বাংলাদেশের হারে এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় ঘন্টা বাজে শ্রীলংকার। ২ ম্যাচ খেলে ২টিতেই হেরেছে লংকানরা। ফলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জয়ী দল ফাইনালে ভারতের প্রতিপক্ষ ।