অবশেষে ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। ভারতের চারটি ভেন্যুতে হবে সব দলের ম্যাচ। তবে পাকিস্তান তাদের প্রতিপক্ষের বিপক্ষে খেলবে শ্রীলংকায়। ভারতে ম্যাচ হবে বেঙ্গালুরুর চিন্নাসোয়ামি স্টেডিয়াম, গৌহাটির এসিএ স্টেডিয়াম, ইন্দোরের হলকার স্টেডিয়াম, ভিশাখাপত্তমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম ও শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ক্রিকেটের দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টÑআইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ এবং আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সূচি ও ভেন্যু প্রকাশ করেছে। আগামী নয় মাসের ব্যবধানে ভারত ও ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই দুটি বৈশ্বিক আসর। রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতিতে ভারত কিংবা পাকিস্তান কেউই একে অপরের দেশে সফর করবে না তা আগের থেকেই জানা ছিল।
তাই নারীদের ওয়ানডে বিশ্বকাপের ভেন্যুতে নির্বাচনে আইসিসি হাইব্রিড মডেল বেছে নিয়েছে। ভারত এই বিশ্বকাপের আয়োজক। তবে নক আউটের ভেন্যু এখনো চূড়ান্ত করেনি আইসিসি। পাকিস্তান পরের ধাপে কোয়ালিফাই করার ওপর নির্ভর করবে ভেন্যু। পাকিস্তান নক আউট পর্বে উঠলে শ্রীলংকায় ম্যাচ হবে। নয়তো নক আউট পর্বের সব ম্যাচই হবে ভারতে। সাম্ভাব্য সূচিও চূড়ান্ত হয়েছে। ২৯ অক্টোবর গৌহাটি কিংবা কলম্বোয় প্রথম সেমিফাইনাল। পরদিন ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল। ২ নভেম্বর বেঙ্গালুরু বা কলম্বোয় হবে ফাইনাল। ৩০ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে স্বাগতিক ভারতের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আট দলের টুর্নামেন্টে প্রথম পর্বে ম্যাচ হবে মোট ২৮টি। ভারতসহ ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। অন্য পাঁচ দল হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বের টিকেট পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। সবশেষ আইসিসির ইভেন্ট চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচও হয়েছিল হাইব্রিড মডেলে। পাকিস্তানে বসেছিল সব ম্যাচ।
ভারত সফর না করায় তাদের ম্যাচ হয়েছিল দুবাইয়ে। এদিকে, ২০২৬ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসে, যা শুরু হবে ১২ জুন এবং চলবে ৫ জুলাই পর্যন্ত। এ প্রতিযোগিতায় ১২টি দল অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে বার্মিংহামের এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড নারী দল মাঠে নামবে। এই টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ৩০ জুন ও ২ জুলাই লন্ডনের দ্য ওভালে, আর ৫ জুলাই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে হবে জমকালো ফাইনাল। মোট সাতটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে ওল্ড ট্র্যাফোর্ড (ম্যানচেস্টার), হেডিংলি (লিডস), হ্যাম্পশায়ার বোল (সাউদাম্পটন), ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড।
ইতোমধ্যে আটটি দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাকি চারটি দল নির্ধারিত হবে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব থেকে।