DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ভারতের জাতীয় সংগীত

এবার আইসিসির কাছে ব্যাখ্যা চাইলো পাকিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচটি ছিল রেকর্ডের ম্যাচ। এই ম্যাচে হয়েছে অনেকগুলো রেকর্ড। ইংল্যান্ডের রান পাহাড় টপকে ইতিহাস গড়া এক জয় তুলে চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক
Printed Edition
champion-trophy-logo

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচটি ছিল রেকর্ডের ম্যাচ। এই ম্যাচে হয়েছে অনেকগুলো রেকর্ড। ইংল্যান্ডের রান পাহাড় টপকে ইতিহাস গড়া এক জয় তুলে চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। তবে দুই দলের ম্যাচ ছাপিয়ে অবশ্য আলোচনায় ম্যাচের আগে ভুল জাতীয় সংগীতের ঘটনা। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে দুই দলের জাতীয় সংগীত বাজাতে গিয়ে ভুল করে ভারতের জাতীয় সংগীত বাজিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমন ঘটনায় আইসিসির কাছে ব্যাখ্যাও চেয়েছে পিসিবি। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর আগে ভারতের জাতীয় সংগীত ভেজে ওঠে। এ নিয়ে লজ্জার মুখে পড়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু তারা দায় দিচ্ছে আইসিসির ঘাড়ে। এমনকি এই ভুলের ব্যাখ্যাও চেয়েছে পাকিস্তান। ঘটনাটি শনিবার ম্যাচের শুরুতে দুই দলের মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার সময়। ইংল্যান্ডের জাতীয় সংগীত বাজানোর পর অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত। যদিও ঘটনাটি ২-৩ সেকেন্ড স্থায়ী হয়েছিল। সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানো হয়। কিন্তু ক্ষতি যা হওয়ার ততক্ষণে হয়ে গেছে। ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, পুরো ব্যাপারটিতে অসন্তুষ্ট পিসিবি। তাদের প্রশ্ন অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচে প্লে-লিস্টে ভারতের জাতীয় সংগীত রাখতে হবে কেন? ভারত তাদের কোনো ম্যাচই পাকিস্তানে খেলছে না। পুরো ব্যাপারটি তারা জানতে চেয়েছে আইসিসির কাছে। তবে এখনো আনুষ্ঠানিক ব্যাখ্যা জানা যায়নি আইসিসির কাছ থেকে। এর আগে দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচে অফিসিয়াল টিভি সম্প্রচারে টুর্নামেন্টের লোগোতে পাকিস্তানের নাম না থাকা নিয়েও আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছিল পাকিস্তান। ওই ২-৩ সেকেন্ডের ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। গ্যালারি থেকেও ভেসে আসে দুয়োধ্বনি। সামাজিক মাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা, হাস্যরস ও বিতর্কের ঝড় বয়ে যায়। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হওয়ায় ট্রলের শিকার হয় পিসিবি। তবে ঘটনার এখানেই শেষ নয়। পিসিবির এক কর্মকর্তা ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে জাতীয় সংগীতের প্লে-লিস্ট তৈরি করা, বিতরণ করা ও ম্যাচের আগে তা বাজানোর দায়িত্ব আইসিসির। পিসিবির এতে কোনো ভূমিকা নেই। বিষয়টি নিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর মতে, ‘এই ঘটনায় আইসিসির উচিত ব্যাখ্যা দেওয়া ও বিষয়টি পরিস্কার করা। যেহেতু চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের লোক জাতীয় সঙ্গীত নির্ধারণ ও বাজানোর দায়িত্বে রয়েছে। যেহেতু ভারত পাকিস্তানের মাটিতে খেলছে না সেহেতু কিভাবে তাদের জাতীয় সঙ্গীত বাজানো হয়! এটা মেনে নেওয়া কঠিন। ভুলক্রমে হলেও তারা এটা বুঝতে ও মানতে পারছে না।’ ভুল শুধরে আসল জাতীয় সংগীত বাজানো হলেও সমালোচনার হাত থেকে বাঁচতে পারেননি আয়োজকরা। কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এই ভিডিও। আর তাতে একের পর এক বিদ্রƒপের শিকার হতে থাকে পিসিবি। অবশ্য ক্রিকেটসংশ্লিষ্টরা এমন ঘটনায় পিসিবির দায় দেখছেন না।