বেঙ্গালুরুতে আইপিএল ট্রফি জয়ের উৎসব চলাকালীন করুণ এক দুর্ঘটনায় ১১ জন দর্শকের মৃত্যুর ঘটনায় মন্তব্য করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এর সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার বিরাট কোহলি। গত ৪ জুন ঘটে যাওয়া এই ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করেছে বলে তিনি জানিয়েছেন। আরসিবির সামাজিক মাধ্যম হ্যান্ডেলে পোস্ট করা এক ভিডিও বার্তায় কোহলি তার অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘৪ জুন আমাদের হৃদয় যে ভাবে ভেঙেছে, তার জন্য কোনো প্রস্তুতিই যথেষ্ট ছিল না।আমাদের দলের ইতিহাসে সবচেয়ে খুশির মুহূর্ত যেটা হওয়ার কথা ছিল, সেটাই সবচেয়ে দুঃখের মুহূর্ত হয়ে গিয়েছে।’ কোহলি আরো যোগ করেন, ‘যাদের আমরা হারিয়েছি তাদের কথা সব সময় আমাদের মনে পড়ে। আমরা তাদের জন্য প্রার্থনা করি। পাশাপাশি যারা আহত হয়েছেন, তারাও আমাদের ভাবনায় থাকে। আপনাদের এই ক্ষতি এখন আমাদের কাহিনিরই একটা অংশ হয়ে গেছে। আমরা যতœ, সম্মান এবং দায়িত্ববোধ নিয়ে একসঙ্গে আগামীর দিকে এগিয়ে যেতে চাই।’
ক্রিকেট
বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে মুখ খুললেন কোহলি
বেঙ্গালুরুতে আইপিএল ট্রফি জয়ের উৎসব চলাকালীন করুণ এক দুর্ঘটনায় ১১ জন দর্শকের মৃত্যুর ঘটনায়