এবার অনূর্ধ্ব-১৫ বালক দলের কাছে লজ্জাজনক ভাবে হারল নারী ক্রিকেট দল। উইমেন্স চ্যালেঞ্জ কাপ নামে প্রস্তুতির এই সিরিজেই গতকাল বিকেএসপিতে চতুর্থ ম্যাচে বড় ধাক্কা খেয়েছে নারী লাল দল। নারী ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে সেপ্টেম্বর-নভেম্বর মাসে। সেই আসরকে সামনে রেখে বিসিবি আয়োজন করেছে বিশেষ তিন দলের সিরিজ। নারী ক্রিকেটারদের দুই দলে ভাগ করে তৈরি করা হয়েছে নারী লাল ও নারী সবুজ দল। তাদের প্রতিপক্ষ হিসেবে রাখা হয়েছে অনূর্ধ্ব-১৫ ছেলেদের দল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে লাল দল। সেই চাপ আর সামলে উঠতে পারেনি। ২০.৪ ওভারে মাত্র ৪৯ রানে অলআউট হয়ে যায় নারী দল। মাত্র ১১.৫ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল। নারী দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন শারমিন সুলতানা। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন সুমাইয়া। ছেলেদের হয়ে দুর্দান্ত বোলিং করেন সুলাইমান ইসলাম ও আলিমুল ইসলাম আদিব। প্রত্যেকে নেন তিনটি করে উইকেট। এছাড়া অমিত দুইটি ও মাহিন তুলে নেন একটি উইকেট। রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই জয় প্রায় নিশ্চিত করে ফেলে ছেলেরা। দুই ওপেনার ইরফান এবং ওম ৪৪ রান যোগ করেন। ব্যক্তিগত ১৬ রানে ওম ফেরেন। তবে ইরফান জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। এই ক্রিকেটার ২৯ রানে অপরাজিত ছিলেন। নারী লাল দলের এটাই প্রথম হার নয়। এই সিরিজে প্রথম দেখাতেও বড় ব্যবধানে জিতেছিল অনূর্ধ্ব-১৫ দল।