বিরাট-কোহলি আর রোহিত শর্মার অবসরের পর শুবমান গিল যে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হবে সেটা অবশ্য আলোচনাতেই ছিল। হয়েছেও তাই। শুবমান গিলকে ভারতের নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারত। ইংল্যান্ড সফরের দলটিতে রয়েছেন ১৮জন। ২০ জুন থেকে শুরু ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অধিনায়ক ঘোষণা করা হয়েছে তাকে। গিলের ডেপুটি থাকছেন উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্ত। ১৮ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির।

টেস্ট দলে নতুন মুখ সাই সুদর্শন আর আর্শদীপ সিং। দীর্ঘদিন পর ফিরেছেন করুন নায়ার। ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যত বিকল্প ছিল সবগুলো নিয়ে আলোচনা করেছি গত এক বছর বা তারও বেশি সময় ধরে। তাছাড়া ড্রেসিং রুম থেকেও অনেক ফিডব্যাক নিয়েছি। গিল খুবই তরুণ, কিন্তু উন্নতি করেছে। আমরা আশাবাদী সে-ই সঠিক পছন্দ। ওর জন্য শুভকামনা রইলো।’ দেশের হয়ে ৩২টি টেস্ট খেলেছেন ডানহাতি ব্যাটার। ৩৫.০৫ গড়ে ১ হাজার ৮৯৩ রান করেছেন তিনি। সেঞ্চুরি রয়েছে ৫টি। পূর্ণ অধিনায়ক হিসেবে গিলের প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে ইংল্যান্ড সফর। বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবিচন্দ্রর অশ্বিনের অবসরের পর ইংল্যান্ড সফরে নতুন রূপেই দেখা যাবে ভারতের টেস্ট দলকে।

এই সিরিজ আবার নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম সিরিজ। উল্লেখযোগ্যভাবে সিরিজের দলে জায়গা হয়নি পেসার মোহাম্মদ শামির। গিলকে সাহায্য করতে সিনিয়রদের মধ্যে রয়েছেন- লোকেশ রাহুল, ঋষভ পান্ত, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ২০ জুন। ম্যাচটি হবে লিডসে। দ্বিতীয় টেস্ট ২ জুলাই, তৃতীয় টেস্ট ১০ জুলাই। তার পর ২৩ জুলাই থেকে শুরু চতুর্থ টেস্ট। ৩১ জুলাই পঞ্চম ও সর্বশেষ টেস্ট হবে লন্ডনের ওভালে।

ভারতীয় দল: শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পান্ত (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নিতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, আরশদীপ সিং ও কুলদীপ যাদব।