বয়স মাত্র ১৪ বছর, কিন্তু বৈভব সূর্যবংশী ব্যাট হাতে বিশ্ব ক্রিকেটকে ইতোমধ্যেই চমকে দিয়েছেন। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে যুব টেস্টে খেলতে নেমে তিনি মাত্র ৭৮ বলে সেঞ্চুরি হাঁকান এই ব্যাটার। শেষ পর্যন্ত ৮৬ বলে ১১৩ রান করে হেইডেন শিলারের বলে আউট হলেও, ৮টি ছক্কা ও ৯টি চারে ইনিংসটি সাজান রাজস্থান রয়্যালসের এই ব্যাটার। ম্যাচে ভারতের আরেক তরুণ ভেদান্ত ত্রিবেদীও দারুণ খেলেন। তিনি ১৯২ বলে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। এই সেঞ্চুরির মাধ্যমে বৈভব হয়ে গেলেন ব্রেন্ডন ম্যাককালামের পর একমাত্র ক্রিকেটার, যিনি যুব টেস্টে ১০০ বলের নিচে দুটি সেঞ্চুরি করেছেন। এর আগে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষেই তিনি ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন, যা এখনো যুব টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ব্রিসবেনে এই সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া সবচেয়ে দ্রুততম যুব টেস্ট সেঞ্চুরিও বটে।এর আগে বৈভব ভেঙেছেন যুব একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে (ওডিআই) সর্বাধিক ছক্কার রেকর্ডও। সাবেক ভারতীয় অনূর্ধ্ব-১৯ অধিনায়ক উন্মুক্ত চাঁদের ৩৮ ছক্কার রেকর্ডকে ছাড়িয়ে বৈভবের ছক্কার সংখ্যা এখন ৪১। মাত্র ১০ ইনিংসেই এই কৃতিত্ব গড়েছেন তিনি, যেখানে উন্মুক্তকে লেগেছিল ২১ ম্যাচ।